রবিবার, ৩ মার্চ, ২০১৩

খোদাই করা লেখা শিখুন ফটোশপে

ফটোশপ নিয়ে এটা আমার ২য় পোষ্ট । এর আগে কিছু কোট,টাই এর পিএসডি ফাইল দিয়েছিলাম। যাহোক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

* প্রথমে ফটোশপ ওপেন করে Ctrl+N চেপে নতুন ডকুমেন্ট নিন।
* সেখানে Width=600, Height=400 এবং Resolution=400 দিয়ে ওকে করুন।

ফটো স্লাইডশো করুন Without any extra software

আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমি এই পেইজে নতুন  এবং সবার ছোট, বলতে পারেন ছোট ভাই।
যদিও আমার উপস্থাপনা জ্ঞান কম তাই সকলে ছোট ভাই হিসেবে ক্ষমার চোখে দেখবেন। আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবো, সেটা হচ্ছে  কিভাবে কোন Extra Software ছাড়াই 

পেনড্রাইভ সমাচার (১)

“আসসালামু আলাইকুম”
images (41)
সবাই কেমন আছেন?
আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।
আজ আপনাদের সাথে খুব সাধারন কিন্তু অনেক দরকারি জিনিস পেনড্রাইভ নিয়ে কিছু কথা বলব। পেনড্রাইভ বর্তমানে অনেকেই ব্যবহার করে থাকেন। আর এই পেনড্রাইভ দৈনন্দিন জীবনে একটি বড় অংশ হিসেবে কাজ করছে, যা আমাদেরকে ছোট পোর্টেবল হার্ডডিস্কের সুবিধা দিয়ে থাকে। যারা

রুট কী ও কেন, সুবিধা ও অসুবিধা

রুট কী ও কেন, সুবিধা ও অসুবিধা

“আসসালামু আলাইকুম”
images (46)
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।
রুট শব্দটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্রায়ই শুনে থাকবেন। অ্যান্ড্রয়েড কথনে তো বটেই,