বুধবার, ১০ অক্টোবর, ২০১২

গার্ল ফ্রেন্ড/ বয় ফ্রেন্ড না থাকার সুবিধাঃ


১. শান্তিতে ঘুমানো যায়!!
২.সময় আর টাকা বাঁচে!!
৩.দেখতে কেমন লাগতেছে এইটা নিয়া তেমন না ভাব্লেও চলে
৪.মধ্যরাতে মিসকল সংখ্যা"০"
...
৫.নতুন নতুন SMS অফার খোজারদরকার হয়না
৬.দিনে চারবার মোবাইল রিচারজ করতে হয়না
৭.যেকোনো ছেলে/মেয়ের সাথে ভয় ছাড়াই কথা বলা যায়
৮.আর সবচে ভালো হচ্ছে পুরা দুনিয়া রেই ভালোবাসা যায়....
 
 
ekmot hole comment korun

সোমবার, ৮ অক্টোবর, ২০১২

Photoshop এ টেকটুইটস রেইনবো টেক্সট ইফেক্ট তৈরী করুন











Step – 1:
প্রথমে 500 × 500 পিক্সেল সাইজের ইমেজ নিন। বেকগ্রাউন কালার Black করুন।

Step – 2:
Character Layer এ Font Family = SutonnyMJ, Font Size = 25pt, Tracking = 200 সেট করুন। Horizontal Type Tool  ব্যবহার করে টেকটুইটস লিখুন।

Step – 3:
এর পর Layer > Rasterize > Type  কমাণ্ড দিন। Rectangular Marquee Tool  ব্যবহার করে Ctrl+Shift+J  প্রেস করুন। যার ফলে Layer1 নামক একটি নতুন লেয়ার তৈরী হবে।

Step – 4:
Add a layer style এ Color Overlay ক্লিক করুন।

Step – 5:
Bland Mode এর কালার এ ক্লিক করুন। কালর #800cb6  সেট করুন।

Step – 6:
ঠিক Step – 3, 4, 5 এর মত করে তে (# 074d9d) কালার, তে (# 0496b7) কালার, টু তে (# 00992b) কালার, তে (# 8c9f09) কালার,  তে (# a55405) কালার, তে (# 9f0929) কালার সেট করুন।মনে রাখবেন যত বার Rectangular Marquee Tool  ব্যবহার করে Ctrl+Shift+J  প্রেস করবেন প্রতি বারই মূল ( টেকটুইটস ) লেয়ারে সিলেক্ট থাকতে হবে। নিচের ইমেজ এর মত তৈরী করুন।

Step – 7:
সকল লেয়ার গুলোকে merge (Ctrl+E ) করুন। একবার Ctrl+J প্রেস করুন ।মূল ( টেকটুইটস )  লেয়ারে সিলেক্ট করে Filter > Blur > Motion Blur  কমাণ্ড দিন। Angle = -90, Distance = 100  সেট করে OK ক্লিক করুন।

Step – 8:
উপরের ( টেকটুইটস Copy ) লেয়ার সিলেক্ট করুন। Select > Load Selection কমাণ্ড দিন।  এখন  Rectangular Marquee Tool সিলেক্ট করুন। এবার  Alt button ধরে লিখাকে হাফ সিলেক্ট করুন।

Step – 9: গ্রেডিয়েন্ট টুল থেকে সাদা রং দিয়ে নির্বাচিত এলাকায় পূরণ করুন।

Step – 10:
কষ্ট কইরা Ctrl+D প্রেস করুন। আবার Character Layer এ Font Family = SutonnyMJ, Font Size = 10pt, Tracking = 25 সেট করুন এবং Horizontal Type Tool  দিয়ে “প্রযুক্তি কিটচর মিচির” লিখাটি লিখুন। Note: Ctrl+T ব্যবহার করে নিচের ইমেজের মত তৈরী করতে পারেন।

Step – 11:
Add a layer style এ Gradient Overlay ক্লিক করুন। Gradient  = Spectrum, Angle = 0 সেট করুন।

Step – 12:
পর্যায় ক্রমে #800cb6, #074d9d#0496b7#00992b#8c9f09#a55405 এবং #9f0929 সেট করুন।Ok এবং ok ক্রিক করুন।

Step – 13: আশাকরী এখন এই অনেক কাক্ষিত টেকটুইটস রেনবো টেক্সট ইফেক্ট তৈরী হবে ।

নিজে চেষ্টা করুনতো একানা (একটু )



ফটোশপ টিউটোরিয়াল : টাক মাথায় চুল গজান

অন্যের মাথায় টাক দেখে আনন্দ পেলেও নিজের মাথায় টাক দেখতে পছন্দ করেন না কেউই। টাক মাথায় চুল গজানোর বিজ্ঞাপন দেখে বহু টাকা খরচ করে তেল কেনেন। টাক মাথার তাক লাগানো সমাধান বিজ্ঞাপন দেখে কেউ কেউ বহু টাকা খরচ করে দোকানে গিয়ে আঠা দিয়ে চুল লাগান। এত কষ্ট করার প্রয়োজন নেই, ফটোশপে খুব সহজেই টাক মাথায় চুল গজাতে পারেন। অবশ্য সত্যিকারের মাথায় না, টাকমাথার ছবিতে।
 
এজন্য অবশ্যই আপনার দুটি ছবি প্রয়োজন হবে। একটি যে ছবিতে পরিবর্তন করবেন, আরেকটি পছন্দমত চুলঅলা মাথার চবি। ছবিদুটি একই কোনে, একই ধরনের আলোতে হলে সুবিধে হবে।
.          যে ছবিতে পরিবর্তন করতে চান তাকে ওপেন করুন।
.          চুলের ছবিটি আরেকটি লেয়ারে আনুন এবং মাস্ক, সিলেকশন অথবা সুবিধেজনক যে কোন পদ্ধতিতে চুলটুকু সিলেক্ট করে পৃথক করুন। চুল ছাড়া বাকি অংশ মুছে দিন।
.          চুলকে মাথার ওপর সঠিক যায়গায় আনুন এবং প্রয়োজনে স্কেল পরিবর্তন করে নিন।
.          মেনু থেকে Edit – Transform – Warp কমান্ড দিয়ে প্রয়োজনে বিভিন্ন অংশকে যায়গামত ঠিকভাবে বসান।
 
.          দুটি লেয়ারের টোন একই পর্যায়ে আনার জন্য মেনু থেকে Image – Adjustments – Match Colorকমান্ড দিন এবং স্লাইডার ব্যবহার করে দুটি লেয়ারে রং একই লেভেলে আনুন।
.          চুলের ধারগুলিতে সমস্যা থাকলে চিকন ব্রাসের সাহায্যে ঠিক করে নিন।
.          যে ফরম্যাটে সেভ করতে চান সেই ফরম্যাটে সেভ করুন।
যত নিখুতভাবে চুলকে পৃথক করতে পারবেন কাজের ফল তত ভাল হবে।