রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৩

ফোল্ডারকে ছবি দেখে চিহ্নত করা




অনেক গুলো ফাইল এর সমন্বয়ে গঠিত কন ফোল্ডারকে অন্যান্য ফোল্ডার এর মধ্য থেকে খুব সহজেই আলাদা ভাবে চিহ্নত করতে ফোল্ডার এর সঙ্গে পছন্দ মত যেকোনো ছবি সংযুক্ত করা যায় । এক্ষেত্রে ফোল্ডার এর উপর মাউস এর রাইট বাটন ক্লিক করে Propertise তারপর প্রদর্শিত উইন্ডো থেকে Customize Tab এর উপর ক্লিক করুন এবং পিকচার সিলেক্ট করে উইন্ডোর মধ্যে পছন্দের কন ছবি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করুন । অবশেষে OK করুন ।

প্রোগ্রাম রান করতে শর্টকাট কি


কম্পিউটারের যেকোনো কাজকে অথবা কন কমান্ডকে দ্রুত তার সঙ্গে সম্পূর্ণ করতে ব্যবহৃত শর্টকাট কি বেশ গ্রহণ যোগ্য । কন প্রোগ্রামকে রান করতে ও শর্টকাট কি ব্যবহার করার জন্য স্টার্ট মেনু থেকে যেকোনো প্রোগ্রামের উপর মাউস এর রাইট বাটন ক্লিক  করে প্রপার্টিজ তারপর শর্টকাট ট্যাব সিলেক্ট করুন । শর্টকাট টেক্সট বক্স এ টাইপ করুন ১ এবং এন্টার চাপুন । লক্ষ করুন কী-বোর্ড থেকে Ctrl+Alt+1 চাপলে প্রোগ্রাম রান করছে ।

কম্প্রেসন পদ্ধতিতে ফোল্ডার সাইজ কমানো



উইন্ডোজ এক্সপিতে খুব সহজে কমপ্রেস করে ফাইল অথবা ফোল্ডার এর সাইজ কমিয়ে নিয়ে আসা সম্ভব । ফলে ফাইল সংরক্ষণ ও স্থানান্তরে ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হয় । ফাইল কিংবা ফোল্ডার এর উপর মাউস এর রাইট বাটন ক্লিক করে Send To থেকে Compressed Folder Select  করুন । লক্ষ করুন কম্প্রেসন পদ্ধতির মাধ্যমে তৈরি কৃত ফোল্ডার এর সাইজ বেশ কমে এসেছে ।