বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

পিপড়ার ভিসা পাসপোর্ট সবই আছে, সে প্রতিদিন ইন্ডিয়া যায়

পিপড়ার ভিসা পাসপোর্ট সবই আছে, সে প্রতিদিন ইন্ডিয়া যায়। এটা দেখে হাতীর শখ হইল সেও

ইন্ডিয়া যাবে, যদিও তার ভিসা পাসপোর্ট নাই।

সে পিপড়াকে ধরল, দোস্ত আমারও ইন্ডিয়া যাইতে মন চায়।

পিপড়া বলল কোন সমস্যা নাই। চল ইন্ডিয়া যাই।

হাতী আর পিপড়া বর্ডার ক্রস করতেছে।

এমনসময়, বিএসএফ তাদের থামাইল । হাতীর ভিসা পাসপোর্ট


দেখতে চাইল।

হাতী বলল দাদা, আমার তো ওসব কিছু নাই।

পিপড়ায় আমারে নিয়া যাইতাছে। ওর সাথে কথা বলেন।

পিপড়া আইসা হাতীটাকে দেখিয়ে বলল, এইবার ইন্ডিয়া গিয়া লম্বা সময় থাকতে হইব, তাই সাথে করে খাবার নিয়ে যাচ্ছি।

খাবারের আবার

ভিসা পাসপোর্ট কি?

হে হে হে… 

কোন মন্তব্য নেই:

Pages (64)1234 Next