রবিবার, ৩ মার্চ, ২০১৩

এ্যানিমেটেড টেক্সট ব্যানার/পিকচার এ্যানিমেশন ব্যানার/ এ্যানিমেটেড বাটন/কি ভাবে তৈরি করে শিখে নিন একদম সহজতর এই পোর্টেবল সফটওয়্যার দিয়ে

*ব্যানার তৈরী করুন খুব সহজে*

আসসালামু আলাইকুম,

শুরুতে সবাই আমার শুভেচ্ছা নিবেন।

এই সফটওয়্যারটি কে  একটি সৌখিন সফটওয়্যার বলতে পারেন।
এতে কাজ করার জন্য কোন পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং
অন্য সফটওয়্যার এর মত কোন পেরেশানি নাই। এর মধ্যে,আমি যে
কয়েকটা স্কিন সর্ট দিলাম এই গুলো কে আপনি অনুসরণ করলেই
আপনি হিরো। আপনি বানিয়ে ফেলতে পারবেন আপনার পছন্দনীয়
একটি এ্যানিমেটেড টেক্সট ব্যানার এবং যে ভাবে সাজাতে চান এতে

সাজাতে পারবেন। সাজাতে পারবেন সিম্পল কালার দিয়ে এবং মাল্টি
কালার দিয়ে, টেক্সট এর বেকগ্রাউন্ড চাইলে দিতে পারেন নতুবা নয়
এবং টেক্সট কে বিভিন্ন ভাবে প্লে করার জন্য ১৫টির মত অপশন
রয়েছে। অনুরুপ রয়েছে পিকচার এ্যানিমেশন ব্যানার/ এ্যানিমেটেড বাটন/
এই গুলোতেও।
এই সফটওয়্যার টি দিয়ে আপনি মোট ৩ ধরনের কাজ করতে পারবেন।
এ্যানিমেটেড টেক্সট ব্যানার/পিকচার এ্যানিমেশন ব্যানার/ এ্যানিমেটেড বাটন।
আমি শুধুমাত্র এখানে একটি কাজের আইডিয়া দিচ্ছি আপনাদের কে,  সেটি হলঃ
এ্যানিমেটেড টেক্সট ব্যানার কি ভাবে বানাবেন?
এবং /পিকচার এ্যানিমেশন ব্যানার/ এ্যানিমেটেড বাটন এ গুলো যদি এর
মাধ্যমে  আপনাদের শেখার আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্ট করে
জানাবেন। আমি ধারাবাহিক ভাবে এখানে লিখবো নতুবা নয়।
এবার আমার স্কিন সর্ট গুলো দেখুন এবং এগুলোকে অনুসরণ করুন।
উহা পোর্টেবল সফটওয়্যার তাই ইন্সটল করতে হবেনা
ডাউনলোড শেষে আইকনে ক্লীক করে ওপেন করলে এই রকম ইন্টারফেস আসবে।
এবার ক্লীক করুন Create Animated Banner এবং Next এ ক্লীক করুন
এটা শুধুমাত্র এ্যানিমেটেড টেক্সট ব্যানার তৈরি করার জন্য।
এখানে শুরুতে দেখুন ব্যানার সাইজের কথা বলা হয়েছে।
আমি Standard Size টা নিলাম না। আমি আমার নিজের পছন্দ দিয়ে
ব্যানার এর সাইজ সিলেক্ট করবো তাই আমি কাস্টম সাইজ বাটনে
ক্লীক দিলাম এবং এর সাইজ টা পরিবর্তন করে নিলাম। এখানে আছে
468 X 60 সাইজ। ৪৬৮-হল এর সমান্তরাল লম্বা এর মান এবং ৬০ হল প্রস্ত
এর মান,আর এই সাইজটা আমার জন্য ছোট আমার ব্যানার এতে
সুন্দর দেখাবে না তাই আমি ৪৬৮-এর জায়গাতে লিখলাম ৯৯৫
এবং প্রস্ত এর সাইজটা ঠিক আছে আমার বেশি প্রস্ততার প্রয়োজন নেই।
এবার আপনি এখানে ও কোন ছবি কে টেক্সট ব্যাকগ্রাউন্ড হিসেবে
চাইলে দিতে পারেন। এর জন্য Get Size from Background image
বাটনে মার্ক দিয়ে আপনার ছবিটি এতে ব্রাউজ করে লোড করে নিন।
তবে এ ক্ষেত্রে আপনাকে একটি জিনিস হিসেব করে ছবি লোড করতে
হবে। সেটি হল আপনি টেক্সট এর সাইজটা যতটুকু দেবেন ঠিক তত
টুকু এই ছবির সাইজটা ও করে নেবেন। কোন ইমেজ/ছবি রিসাইজ সফটওয়্যার
দিয়ে এতে দারুন লাগবে। সাইজ সঠিক না দিয়ে যদি লোড করেন সে ক্ষেত্রে ও
লোড হবে বাট পুরো ছবিটি হয়ত টেক্সট জুড়ে নাও দেখতে পারেন।
এবার Next এ ক্লীক করে সামনে চলুন
এখানে সিম্পল কালার সিলেক্ট থাকবে তার মানে আপনি কি একটি
কালার দিয়ে বানাতে চান, নাহ আমি একটি কালার দিয়ে বানাব না।
তাই আমি সিলেক্ট করলাম Gradient color. এবার এখানে আপনি
আপনার কালার পছন্দ করুন এবং দেখুন কিছু Color এর Swap
আছে। এ গুলো থেকে ও একটা পছন্দ করে নিতে পারেন।
আবার Next এ ক্লীক করে সামনে চলুন
এখানে দেখুন প্রথমে Text এ আসুন এবং কোন ধরনের Text  আপনার
পছন্দ সেটি নির্বাচন করুন এবং টাইপ করে নিন।
Text -1 লাইন টি আগে সিলেক্ট করবেন এবং অনুরুপ
২-এবং ৩-নং এই ভাবে আপনি আপনার Text নির্বাচন করবেন।
এবার প্রথম টেক্সট গুলোর কালার নির্বাচন করেন এবং সাইজ ঠিক করুন।
,অনুরুপ ভাবে
২-এবং ৩- এর বেলায় ও। যদি বোল্ড দিতে চান বোল্ড এ ক্লীক
করুন। বাকি গুলো আশা করি নিজ থেকেই বুঝতেছেন।
এবার আপনি আপনার ১-থেকে ৩- বক্স এর মধ্যে যে টেক্সট গুলো
লিখলেন এ গুলোকে এবার সাজিয়ে নিন। এখানে আপনি ৩- বক্স
এর মধ্যে ৩ ধরনের লিখা দিতে পারেন/বা একি ধরনের ও দিতে
পারেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। যদি ৩টা টেক্সট কে ৩-রঙয়ে
দেখতে চান তাহলে প্রথমে যে  টেক্সট কালারটি দিবেন ২নং এ এসে
সেটি বদলিয়ে দিন এবং ৩নং এসে ও অনুরুপ।
এবার ফাইনাল নিচে দেখুন Haw To Show ? কি ভাবে প্রথম লাইনটি দেখতে
চান আমি চাই আমার প্রথম লাইনের লিখাটি জুম দিয়ে শুরু হউক।
তাই আমি Zoom In সিলেক্ট করলাম।
এবার Haw Long To Show ? সেটা কত সময়ের জন্য,আমি ২-সেকেন্ড।
এর মধ্যে চাই,Haw To Hide ? কি ভাবে লিখাটা লুকাবে।
আমি চাই Zoom Out  হয়ে সে চলে যাক।
এই ভাবে প্রথম টেক্সট বক্স থেকে শুরু করে ৩-নং টেক্সট বক্স পর্যন্ত
আপনি সাজিয়ে নেবেন।
এবং আবার Next এ ক্লীক করে এবার সেভ করে নিন।
এবং এবার আপনার ব্যানার টি শেয়ার করার জন্য রেডি।
এবং উপরে দেখুন আমি আপনাদের কে শিখানোর জন্য যে
এ্যানিমেটেড টেক্সট ব্যানার টি বানালাম
সেটি কেমন হয়েছে। এই ক্ষেত্রে আমি
একই  টেক্সট কে ৩টা কালার দিয়েছি কিন্তু এর প্লেয়িং
অপশন গুলো পরিবর্তন করে দিয়েছি তাই ৩ টা লাইন
৩ ভাবে এখানে আসছে।
এর থেকে সহজ ভাবে আপনাদের কে
 বুঝানোর অন্যকোন আইডিয়ার বা তরিকা আমার  জানা নেই।
তারপর ও কেউ যদি সমস্যায় পড়ে যান কমেন্ট করে জানাবেন।
এবং ভুল ক্রুটি হয়ে থাকলে আমি দুঃখিত।
কমেন্ট করবেন, খুশি হব আজ আর নয়।

কোন মন্তব্য নেই:

Pages (64)1234 Next