ফটোশপ নিয়ে এটা আমার ২য় পোষ্ট । এর আগে কিছু কোট,টাই এর পিএসডি ফাইল দিয়েছিলাম। যাহোক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

* প্রথমে ফটোশপ ওপেন করে Ctrl+N চেপে নতুন ডকুমেন্ট নিন।
* সেখানে Width=600, Height=400 এবং Resolution=400 দিয়ে ওকে করুন।

* নতুন একটি লেয়ার নেওয়ার জন্য Ctrl+Shift+N চাপুন এবং ওকে করুন।
* তারপর Paint Bucket Tool এবং Foreground কালার এর সাহয্যো লেয়ার টি রং করে নিন।

* এরপর Ctrl+Shift+N চেপে আরেকটি নতুন লেয়ার নিন এবং ওকে করুন।
* এবার Eliptical Marquee Tool সিলেক্ট করুন টুলবার থেকে এবং ড্রাগ করে একটি বৃত্ত অঙ্কন করুন।

* এরপর Set Foreground Color থেকে অন্য আরেকটি কালার সিলেক্ট করে ওকে করুন। এবং Paint Bucket Tool দিয়ে বৃত্তটি ঐ রঙে ভরে দিন।

* এবার কী-বোর্ড থেকে T চেপে টাইপ টুল আনুন এবং ফন্ট, সাইজ ও এলাইনমেন্ট প্রয়োজন অনুযায়ী নির্ধারন করুন।

* তারপর আপনার পছন্দের অক্ষরটি লিখে তা Move Tool দিয়ে বৃত্তের মাঝে টেনে আনুন ।

* এখন হয়তো বৃত্তের রং এবং লেটারটির রং একই হওয়ায় লেখাটি দেখা যাচ্ছে না। তবে এর উপর খোদাই করা ইফেক্ট দিলেই তা স্পষ্ট দেখা যাবে।
* আর তা করার জন্য Layer মেনু থেকে Layer Style > Bevel and Emboss এ ক্লিক করুন, সেখানে Style= Pillow Emboss এবং Depth=450% দিয়ে ওকে করুন।

* আর দেখুন কত সুন্দর খোদাই করা লেখা হয়ে গেছে।
এটা একটি লেয়ারের উপর করে দেখানো হলো, আপনারা আরো অভিজ্ঞতার জন্য বিভিন্ন ইমেজের উপর তা করে অনুশীলন করতে পারেন।

* প্রথমে ফটোশপ ওপেন করে Ctrl+N চেপে নতুন ডকুমেন্ট নিন।
* সেখানে Width=600, Height=400 এবং Resolution=400 দিয়ে ওকে করুন।

* নতুন একটি লেয়ার নেওয়ার জন্য Ctrl+Shift+N চাপুন এবং ওকে করুন।
* তারপর Paint Bucket Tool এবং Foreground কালার এর সাহয্যো লেয়ার টি রং করে নিন।

* এরপর Ctrl+Shift+N চেপে আরেকটি নতুন লেয়ার নিন এবং ওকে করুন।
* এবার Eliptical Marquee Tool সিলেক্ট করুন টুলবার থেকে এবং ড্রাগ করে একটি বৃত্ত অঙ্কন করুন।

* এরপর Set Foreground Color থেকে অন্য আরেকটি কালার সিলেক্ট করে ওকে করুন। এবং Paint Bucket Tool দিয়ে বৃত্তটি ঐ রঙে ভরে দিন।

* এবার কী-বোর্ড থেকে T চেপে টাইপ টুল আনুন এবং ফন্ট, সাইজ ও এলাইনমেন্ট প্রয়োজন অনুযায়ী নির্ধারন করুন।

* তারপর আপনার পছন্দের অক্ষরটি লিখে তা Move Tool দিয়ে বৃত্তের মাঝে টেনে আনুন ।

* এখন হয়তো বৃত্তের রং এবং লেটারটির রং একই হওয়ায় লেখাটি দেখা যাচ্ছে না। তবে এর উপর খোদাই করা ইফেক্ট দিলেই তা স্পষ্ট দেখা যাবে।
* আর তা করার জন্য Layer মেনু থেকে Layer Style > Bevel and Emboss এ ক্লিক করুন, সেখানে Style= Pillow Emboss এবং Depth=450% দিয়ে ওকে করুন।

* আর দেখুন কত সুন্দর খোদাই করা লেখা হয়ে গেছে।
এটা একটি লেয়ারের উপর করে দেখানো হলো, আপনারা আরো অভিজ্ঞতার জন্য বিভিন্ন ইমেজের উপর তা করে অনুশীলন করতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন