মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৩

উন্মুক্ত হল আদর্শ বাংলা ফন্ট || আমার বর্ণমালা – শাপলা


আসসালামু আলাইকুম,
প্রথমে মুসলমান ভাইদের আমার সালাম ও হিন্দু ভাইদের নমস্কার রইলো। সবার প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অবশ্যই আদর্শ বাংলা ফন্টের নাম শুনেছেন। গতকাল ২১শে ফেব্রুয়ারিতে সম্মানিত প্রধানমন্ত্রী আদর্শ বাংলা ফন্টের শুভ উদ্ভোধন করেন। আজ

SOFTWARE ছাড়া লক করুন USB পোর্ট।

imagesসবাই কেমন আছেন। আমি ভালো আছি।আমি খুব প্রব্লেমের মধ্যে আছি।তো যাই হোক আজকে একটা ক্ষুদ্র টিপস শেয়ার করব।তবে বিজ্ঞ জনের প্রবেশ নিষেধ।
আনেক সময় নানা নিরাপত্তার কারনে আমাদের USB PORT লক কড়তে হয়।
দুটা বা তিনটা পদ্ধতি অবলম্বন করলে আমরা তা করতে পারি।
তো পদ্ধতি গুলি একটু দেখি। চিত্র দেখলে আপনারা বুঝে যাবেন।

আপনার পিসির A-to-Z ইনফর্মেশন ঝটপট দেখে নিন [*অভিজ্ঞদের প্রবেশ নিষেধ*]

আসসালামু আলাইকুম,
সবাইকে আমার নিয়মিত শুভেচ্ছা রইলো। আশা করি আপনারা ভালো আছেন। আমার আর নিয়মিত পোস্ট করতে মন চায় না, কারন আপনাদের comment এবং উদ্দীপনা নেই বললেই চলে। অন্যদিকে পিসি হেল্পলাইন বিডিতে প্রতিদিন তেমন বেশি পোস্ট হয় না, জাকে বলা যায় ”দুর্ভিক্ষ”। এমন অবস্থা কাটিয়ে ওঠার জন্য বাধ্য হয়ে পোস্ট করছি। আর যারা নতুন লিখছেন, তাদের পোস্টের অবস্থা খুব খারাপ, একটি ভালো মানের সুন্দর পোস্ট করতে অনেক মেহনত করতে হয়। আশা করি, আমরা এসব কিছু কাটিয়ে উঠতে পারব।

খুব সহজে Desktop থেকে CD-DVD ড্রাইভ খুলুন এবং লাগান কোন প্রকার ঝামেলা ছাড়া ।

খুব সহজে Desktop থেকে CD-DVD ড্রাইভ খুলুন এবং লাগান কোন প্রকার ঝামেলা ছাড়া ।
CD-DVD tray by sabuj
আল্লাহর নামে আমার আজকের এই পোষ্টটি শুরু করছি ।

আপনাদের আজ আমি এমন একটি সফটওয়্যার দিব যা ইনস্টল দিতে হবে না এমন কি সফটওয়্যার টি ওপেন করতে হবে না শুধু ডাবল ক্লিক করলেই কাজ হবে । নতুন পাঠকবৃন্দ আপনারা ভাবছেন আমি পাগলের মত এগুলো কি বলছি । যাই ভাবেন কথাটা কিন্তু ১০০% সত্য । আর একটি মজার কথা হল, সফটওয়্যারটির Rar ফাইল এর সাইজ মাএ ৮০ কিলোবাইট । এবার কাজের কথায় আসি আপনারা হয়তো  CD-DVD রাইটার

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৩

আসুন Shutdown/Restart এর সর্টকাট তৈরি করা শিখি...

সালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন।
কথা না বাড়িয়ে চলুন তবে শুরু করা যাকঃ
*আমরা কম্পিউটার Shutdown/Restart (Windows XP/Vista ক্ষেত্রে) দেই Start > Shutdown/Restart-এ গিয়ে। PC Shutdown/Restart এক ক্লিকেই করতে পারি। আর এটি করা যায় কোন সফটওয়্যার ছাড়াই। এটি করতে ডেস্কটপের খালি জায়গায় মাউসের ডান বাটন ক্লিক করে New > Shortcut-এ ক্লিক করলে দেখা যাবে ডেস্কটপে একটি Shortcut আইকন এবং Create Shortcut-এর একটি উইন্ডো আসছে। যদি Shutdown-এর Shortcut তৈরী চাই তাহেল Type the location of the item অংশে “shutdown –s –t 0” লিখতে হবে। আর যদি Restart-এর Shortcut তৈরী করতে চাই তাহলে “shutdown –r –t 0” লিখতে হবে। এরপর Next বাটন ক্লিক করে Type a name for this shortcut-এ Shutdown/Restart লিখে Finish বাটনে ক্লিক করতে হবে।
*যদি এর আইকন পরিবর্তন করতে চাই তাহলে Shutdown/Restart (Shortcut)-এ মাউসের ডান বাটন ক্লিক করে Properties > Change Icon-এ ক্লিক করে পছন্দমত আইকন নিয়ে OK করতে হবে। আবার Apply এবং OK করে বেরিয়ে আসতে হবে। এখন তৈরী করা আইকনে ক্লিক করলেই কম্পিউটার Shutdown/Restart হবে।

নোটপ্যাড ব্যবহার করে Hard disk drive ফরমেট করুন।

প্রথমে Notepad Open করে নিচের
কোডটি লিখুন:
01001011000111110010010101010101010000011111100000
এবার এটিকে Format your HDD.exe
বা আপনার ইচ্ছামত নাম ব্যবহার
করতে পারেন কিন্তু অবশ্যই .exe
এক্সটেনশনে save করতে হবে।
এবার এটিকে রান করালে আপনার
Hard disk drive format হয়ে যাবে।

রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৩

ফুল তৈরি


প্রথমে যেকোনো সাইজের ডকুমেন্ট নেই  (RGB)
Frare tool click করি
ডকুমেন্টের ওপর ক্লিক করি
মান     diameter---80 
           groth----300%
           Capacity—150
           Fuzziness—100
           Brightness—25
1)rays ring এর ক্লিক উঠিয়ে দেই
2)preview click করি---ok
Selection tools(v) দিয়ে সিলেক্ট করে ছবি ছোট করি
Select থাকা অবস্থায়
      1)object stransfarm---scale click
     2) মানscale-৬২.৫-----------horizontal—100
                Vertical—25---------------------preview তে ক্লিক---------ok
Select থাকা অবস্থায়
EFECT---DISTORTAND TRONSFORM---TRANSFORM CLICK
মান HORIZONAL=100--------VERTICAL=100
     HORIZONAL=0----VERTICAL=0
    COPIES এ =১৭
    CLICK PREVIEW---OK

গান গাইবে আপনার কম্পিউটার



টাস্ক শিডি উলারে গান সংযুক্ত করলে একটি নির্দিষ্ট সময়ে গান শোনাবে আপনার কম্পিউটার।
টাস্ক শিডি উলারে গান সংযুক্ত করার জন্য আপনি start>menu>all programme>accessories>system tools>
Schedule task নির্বাচন করতে হবে । এবার add schedule task আইকন- এ ডাবল ক্লিক করুন । Next browsw
বাটনে ক্লিক করে আপনার পছন্দের অডিও গানটি নির্বাচন করুন । daily নির্বাচন করে ক্লিক করতে হবে । start time-এ ঠিক করে দিতে হবে আপনার পছন্দের গান শোনার সময় পড়ে next তে ক্লিক করতে হবে । লগিন-পাস ওয়ার্ড লিখে আবার next-এ ক্লিক করুন কাজ শেষ।

গ্রামীন ফোনে ফ্রী ইন্টারনেট (১০০% কার্যকর)



নোকিয়া মোবাইল এর জন্য

go to: Setteing-configuration-personal setting-
option-add new-web-account name (GP WAP)
-homepage (wap.gpgamestore.com)-use preferred access point (YES)-access point setting-proxy (ENABLE)-proxy (TIROX.INFO)-port (80)-bearer setting-apn (internet)
এবার এই সেটিং টি অ্যাক্টিভ করুন।এখন ০ (জিরো) চেপে ধরুন বা মোবাইল এর homepage- জান।কিছুক্ষন পর দেখবেন একটা url বক্স এসেছে...এবার এড্রেস লিখে এঞ্জয় করুন ইন্টারনেট।
(বিঃ দ্রঃ) url বক্স টা আসতে ২ মিনিট লাগবে)

অন্য মোবাইল এ হতে পারে । চেষ্টা করে দেখুন ।

কম্পিউটারে ব্যবহৃত শব্দ সংক্ষেপ


AT= Advance Technology
ALU= Arithmetic and Logic Unit
BIOS= Basic input Output System
CD= Compact Disk
CPU= Central Processing Unit
CU= Control Unit
CRT= Cathode Ray Tube
DOS= Disk Operating System
DNS= Domain Naming System
DVD= Digital Versatile Disc
http= hypertext transfer protocol
HAN= Home Area Network
ISP= Internet Service Provider
IPS= Instant Power Supply
LCD= Liquid Crystal Display
LAN= Local Area Network
MAC= Media Access Control
MAN= Metropolitan Area Network
NIC= Network Interface Card
OMR= Optical Mark Reader
OCR= Optical Character Reader
ROM= Read Only Memory
RAM= Andom Access Memory
USB= Universal Serial Bus
UPS= Uninterrupted Power Supply
VOIP= Voice Over Internet Protocol
WAN= Wide Area Network 
WWW= World Wide Web

অল্প সময়ে ওয়েবসাইট লগ ইন করুন




সাইবার ক্যাফেতে কিংবা বাসায় বসে ইন্টারনেট এ কোন ওয়েবসাইট ব্রাউজ করতে গেলে প্রথমে এড্রেস বার এ www এবং com টাইপ করা যেমন একটা বিরক্তিকর ব্যাপার তেমন গুরুত্বপূর্ণও বটে । যদি কোন ইন্টারনেট ব্যবহারকারী এ গুরুত্বপূর্ণ বিষয়টির একটা সহজ সমাধান চান, তাহলে আপনার কাঙ্ক্ষিত সাইটটির নাম টাইপ করুন, তারপর কী- বোর্ড থেকে Ctrl+Enter চাপুন । দেখুন কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির হোমপেজ পর্দায় প্রদর্শিত হচ্ছে ।
Pages (64)1234 Next