খুব সহজে Desktop থেকে CD-DVD ড্রাইভ খুলুন এবং লাগান কোন প্রকার ঝামেলা ছাড়া ।
আল্লাহর নামে আমার আজকের এই পোষ্টটি শুরু করছি ।আপনাদের আজ আমি এমন একটি সফটওয়্যার দিব যা ইনস্টল দিতে হবে না এমন কি সফটওয়্যার টি ওপেন করতে হবে না শুধু ডাবল ক্লিক করলেই কাজ হবে । নতুন পাঠকবৃন্দ আপনারা ভাবছেন আমি পাগলের মত এগুলো কি বলছি । যাই ভাবেন কথাটা কিন্তু ১০০% সত্য । আর একটি মজার কথা হল, সফটওয়্যারটির Rar ফাইল এর সাইজ মাএ ৮০ কিলোবাইট । এবার কাজের কথায় আসি আপনারা হয়তো CD-DVD রাইটার
খুলতে এবং বন্ধ করতে বার-বার My Computer/Computer এ যান এবং খুব বিরক্তি লাগে, তাহলে ধরুন আজ থেকে আপনাদের বিরক্তির দিন শেষ । আজ আপনাদের আমি যে সফটওয়্যার টি দিব এটি দিয়ে আপনি খুব সহজে Desktop এ থেকেই আপনার CD-DVD রাইটার খুলতে পারবেন আবার বন্ধ করতে পারবেন । এটি তে কোন প্রকার ঝামেলা নেই, শুধু ডাবল ক্লিক করলেই আপনার CD-DVD রাইটার খুলতে পারবেন আবার বন্ধ করতে চাইলে আবারও ডাবল ক্লিক করবেন তাহলেই বন্ধ হয়ে যাবে । এই সুবিধাগুলো পেতে আপনাকে যা যা করতে হবে ।
(১) প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন download
(২) Rar ফাইলটিকে Extract করুন ।
(৩) ফাইটিকে Desktop এ কপি করে রাখেন ।
Desktop এ কপি করা ফাইলটির উপর ডাবল ক্লিক করে নিজে নিজে পরীক্ষা করে দেখুন আপনার CD-DVD রাইটার খুলবে আবার ফাইলটির উপর ডাবল ক্লিক করে নিজে নিজে পরীক্ষা করে দেখুন CD-DVD রাইটার বন্ধ হবে । My Computer/Computer এ আর যেতে হবে না, তাহলে বুঝছেন তো আপনার ঝামেলার দিন আজ থেকে শেষ । আর সেই সাথে আমার সময় ও শেষ ।
>> আমার এই লিখার মাধ্যমে যদি পাঠকের মনে সাড়া জাগাতে পারি তাহলে আমার লিখার উদ্দেশ্য সফল হবে । আর আপনারা কিন্তু comment করতে ভুলবেন না । আজ এ পর্যন্ত, আশা করি আগামীতে আরও ভাল কিছু নিয়ে উপস্থিত হতে পারব তাই সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং ভাল থাকবেন । আল্লাহ হাফেজ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন