রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৩

গান গাইবে আপনার কম্পিউটার



টাস্ক শিডি উলারে গান সংযুক্ত করলে একটি নির্দিষ্ট সময়ে গান শোনাবে আপনার কম্পিউটার।
টাস্ক শিডি উলারে গান সংযুক্ত করার জন্য আপনি start>menu>all programme>accessories>system tools>
Schedule task নির্বাচন করতে হবে । এবার add schedule task আইকন- এ ডাবল ক্লিক করুন । Next browsw
বাটনে ক্লিক করে আপনার পছন্দের অডিও গানটি নির্বাচন করুন । daily নির্বাচন করে ক্লিক করতে হবে । start time-এ ঠিক করে দিতে হবে আপনার পছন্দের গান শোনার সময় পড়ে next তে ক্লিক করতে হবে । লগিন-পাস ওয়ার্ড লিখে আবার next-এ ক্লিক করুন কাজ শেষ।

কোন মন্তব্য নেই:

Pages (64)1234 Next