আসসালামু আলাইকুম,
সবাইকে আমার নিয়মিত শুভেচ্ছা রইলো। আশা করি আপনারা ভালো আছেন। আমার আর নিয়মিত পোস্ট করতে মন চায় না, কারন আপনাদের comment এবং উদ্দীপনা নেই বললেই চলে। অন্যদিকে পিসি হেল্পলাইন বিডিতে প্রতিদিন তেমন বেশি পোস্ট হয় না, জাকে বলা যায় ”দুর্ভিক্ষ”। এমন অবস্থা কাটিয়ে ওঠার জন্য বাধ্য হয়ে পোস্ট করছি। আর যারা নতুন লিখছেন, তাদের পোস্টের অবস্থা খুব খারাপ, একটি ভালো মানের সুন্দর পোস্ট করতে অনেক মেহনত করতে হয়। আশা করি, আমরা এসব কিছু কাটিয়ে উঠতে পারব।
আর না বারিয়ে বরং পোস্টের দিকে চলে আসুন।
পোস্টঃ পিসির A-to-Z ইনফর্মেশন ঝটপট দেখে নিন – CPU-Z ( v.1.63)

===================================================================
আরও কিছু ছবির শট দিতে চাই ছিলাম, কিন্তু পেজ খুব ভারি হয়ে যাতে পারে। কারণ এতক্ষণ অনেক কথা লেখে গেছি। যদি আরও শট চান তাহলে comment করবেন। এত ভালো এবং গুরুত্বপূর্ণ সফটওয়্যার যেকোনো সময় কাজে লাগতে পারে। যেমন: Game খেলার জন্য আপনার পিসি কেমন উপযোগী তা জানতে পারবেন। আপনার বন্ধুর পিসিটা কেমন টা জানতে পারবেন। ভালো পিসি এবং genuine জিনিস কিনতে পরখ করতে CPU-Z সফটওয়্যারটি অতুলনীয়….
===================================================================
যেকোনো সমস্যায় comment করতে ভুলবেন না। ভাল-মন্দ-খারাপ যেমনই লাগে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ।
সবাইকে আমার নিয়মিত শুভেচ্ছা রইলো। আশা করি আপনারা ভালো আছেন। আমার আর নিয়মিত পোস্ট করতে মন চায় না, কারন আপনাদের comment এবং উদ্দীপনা নেই বললেই চলে। অন্যদিকে পিসি হেল্পলাইন বিডিতে প্রতিদিন তেমন বেশি পোস্ট হয় না, জাকে বলা যায় ”দুর্ভিক্ষ”। এমন অবস্থা কাটিয়ে ওঠার জন্য বাধ্য হয়ে পোস্ট করছি। আর যারা নতুন লিখছেন, তাদের পোস্টের অবস্থা খুব খারাপ, একটি ভালো মানের সুন্দর পোস্ট করতে অনেক মেহনত করতে হয়। আশা করি, আমরা এসব কিছু কাটিয়ে উঠতে পারব।
আর না বারিয়ে বরং পোস্টের দিকে চলে আসুন।
পোস্টঃ পিসির A-to-Z ইনফর্মেশন ঝটপট দেখে নিন – CPU-Z ( v.1.63)
আজ
পোস্ট টেনে লম্বা করতে চাই না। আপনারা কম-বেশি CPU-Z সম্পর্কে জানেন।
আপনার পিসির সম্পূর্ণ তথ্য ভাণ্ডার হল এই সফটওয়্যার। এটি সকলের জন্য অনেক
গুরুত্বপূর্ণ সফটওয়্যার, কারন অনেকে নিজের পিসি ইনফর্মেশন ঠিকমত জানেন না,
আর যদি জেনেও থাকে টা অনেক সময় ভুল হয়ে যায়। আজকের সফটওয়্যারটি একদম
লেটেস্ট। এবং আপনার জন্য একদম সেরা একটি সফটওয়্যার।
===================================================================
এক নজরে Technical ইনফর্মেশন দেখে নিন—
শিরোনাম: CPU-Z 1.63
ফাইলনাম: cpu- z_1.63-setup-en.exe
ফাইলের আকার: 1.61MB (1,688,976 বাইট)
প্রয়োজন(OS): উইন্ডোজ (সকল সংস্করণ)
ভাষা: en-US
লাইসেন্স: ফ্রী
জন্ম /রিলিস: ফেব্রুয়ারী 9, 2013
স্বত্বাধিকারী: CPUID
ওয়েবসাইট: www.cpuid.com/cpuz.php
===================================================================
নতুন ভার্সনে যা নতুন সংস্করণপাবেন—
CPU ( processor )
- নাম এবং নম্বর দেখা যাবে ( Name and number)
- কোর পদবিন্যাস এবং প্রক্রিয়া ( process )
- প্যাকেজ( Package)
- কোর ভোল্টেজ (Core voltage )
- অভ্যন্তরীণ ও বহিস্থিত ঘড়ি, ঘড়ি গুণক ( Internal and external clocks, clock multiplier )
- সমর্থিত নির্দেশাবলীর সেট( Supported instructions sets )
- সমস্ত ক্যাশে মাত্রা (অবস্থান, আকার, গতি, প্রযুক্তি)-(location, size, speed, technology)
Mainboard ( মাদারবোর্ড )
- বিক্রেতা, মডেল ও সংস্করণ (Vendor, model and revision)
- BIOS-র মডেল এবং তারিখ ( BIOS model and date )
- চিপসেট (নর্থব্রিজ এবং সাউথব্রিজ) এবং সেন্সর ( northbridge and southbridge)
- গ্রাফিক ইন্টারফেস (Graphic interface)
- ফ্রিকোয়েন্সি এবং উপস্থাপনার হার ( Frequency and timings )
- মডিউল (গুলি) SPD স্পেসিফিকেশন ব্যবহার করে (সিরিয়াল উপস্থিতি সনাক্ত করুন): বিক্রেতা, সিরিয়াল নম্বর, উপস্থাপনার টেবিল ( vendor, serial number, timings table )
System( OS )
- উইন্ডোজ এবং DirectX এর সকল সংস্করণ।
===================================================================
আপনাদের
তো অনেক ইনফর্মেশন দিলাম, কিন্তু মনে হয় একটু বেশি দিয়ে ফেলেছি। কারণ
সফটওয়্যার দ্বারা আপনি আপনার আপনার পিসির A-to-Z ইনফর্মেশন দেখবেন, তাই
ডাউনলোড করার আগে একটা ছবির শট দেখে নিলে ভালো হয়—

===================================================================
আরও কিছু ছবির শট দিতে চাই ছিলাম, কিন্তু পেজ খুব ভারি হয়ে যাতে পারে। কারণ এতক্ষণ অনেক কথা লেখে গেছি। যদি আরও শট চান তাহলে comment করবেন। এত ভালো এবং গুরুত্বপূর্ণ সফটওয়্যার যেকোনো সময় কাজে লাগতে পারে। যেমন: Game খেলার জন্য আপনার পিসি কেমন উপযোগী তা জানতে পারবেন। আপনার বন্ধুর পিসিটা কেমন টা জানতে পারবেন। ভালো পিসি এবং genuine জিনিস কিনতে পরখ করতে CPU-Z সফটওয়্যারটি অতুলনীয়….
===================================================================
CPU-Z_v.1.63 || 1.61 MB
সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের link CLICK করুন
===================================================================যেকোনো সমস্যায় comment করতে ভুলবেন না। ভাল-মন্দ-খারাপ যেমনই লাগে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন