আসসালামু আলাইকুম,
প্রথমে মুসলমান ভাইদের আমার সালাম ও হিন্দু ভাইদের নমস্কার রইলো। সবার প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অবশ্যই আদর্শ বাংলা ফন্টের নাম শুনেছেন। গতকাল ২১শে ফেব্রুয়ারিতে সম্মানিত প্রধানমন্ত্রী আদর্শ বাংলা ফন্টের শুভ উদ্ভোধন করেন। আজ
এই আদর্শ বাংলা ফন্ট শেয়ার করবো আপনাদের মাঝে, আশা করি আপনাদের ভালো লাগবে।

®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
গত
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উন্মুক্ত হল ইউনিকোডে প্রমিত
বাংলা ফন্ট ‘আমার বর্ণমালা’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ ফেব্রুয়ারির
প্রথম প্রহরে ‘আমার বর্ণমালা’ ফন্ট উদ্বোধন করেন।সরকারি উদ্যোগে তৈরি হয়েছে ইউনিকোড বাংলা ফন্ট। সবার জন্য উন্মুক্ত ‘আমার বর্ণমালা’ ফন্ট তৈরিতে কাজ করছে বাংলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস ডিজাইন বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ।
এর আগে বাংলা একাডেমীর পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশে বর্তমানে অনলাইনে ভাষাচর্চার জন্য একাধিক বাংলা ফন্ট থাকলেও সেগুলো তৈরি করা হয়েছে বাংলা একাডেমীর অনুমোদন ছাড়া। এসব ফন্টে যুক্তবর্ণ ও অন্যান্য বিষয় ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। ফলে ভাষা প্রমিতকরণের কাজটি এ ক্ষেত্রে অসম্পূর্ণ ছিল।
এর আগে ২০১২ সালের ১২ নভেম্বর বাংলা একাডেমী, গ্রাফিকস ডিজাইন বিভাগ ও এটুআইয়ের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি হয়েছিল। সে চুক্তি অনুসারে তৈরি করা হয় ইউনিকোডে প্রমিত বাংলা ফন্ট ‘আমার বর্ণমালা- শাপলা।’
© কপিরাইট: একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়। বাংলা একাডেমি। গ্রাফিক ডিজাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
উন্মুক্ত ফন্ট: এই ফন্টটি সবার জন্য উন্মুক্ত। তবে বাণিজ্যিক উদ্দেশ্যে এর বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ।
সহযোগিতা:বাংলাফন্ট আদর্শিকরণে একসেস টু ইনফরমেশন (এটুআই) এর উদ্যোগে বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগিতায় নির্মিত প্রথম বাংলা ফন্ট।
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®

®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®

আদর্শ বাংলা ফন্টের উদ্ভোধনি ভিডিও দেখতে পারবেন এই ঠিকানায়- http://goo.gl/g1QSY
আদর্শ বাংলা ফন্ট || আমার বর্ণমালা – শাপলা
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে।
আসুন আমরা অনুমোদিত আদর্শ বাংলা ফন্ট ব্যবহার করি।
ফন্টটি ডাউনলোড করে ইন্সটল করে নিন ও বাংলা ডিফল্ট ফন্ট সেট করবেন।
এম এস ওয়ার্ড, ওয়েব আর্টিকেল, বিশেষ যুক্তবর্ণের শুদ্ধ বানানসহ লেখার জন্য উত্তম ফন্ট।
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
যেকোনো সমস্যায় কবিরাজি দাওয়াখানায় ভিজিট করুন
®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
—–ভালো থাকুন – সুস্থ থাকুন——
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন