রবিবার, ১৪ অক্টোবর, ২০১২

নতুন এবং পুরাতন সবার জন্য বাংলা যুক্তবর্ণ লেখার ফাইনাল লিস্ট…….

যুক্তবর্ণ বলতে একাধিক ব্যঞ্জনবর্ণের সমষ্টিকে বোঝানো হয়েছে। বাংলা লিখনপদ্ধতিতে যুক্তবর্ণের একটি বিশেষ স্থান আছে। এগুলি বেশির ভাগ ক্ষেত্রেই উপাদান বর্ণগুলির চেয়ে দেখতে ভিন্ন, ফলে নতুন শিক্ষার্থীর এগুলি লেখা আয়ত্ত করতে সময়ের প্রয়োজন হয়।
যুক্তবর্ণগুলি বাংলা লিখন পদ্ধতির বৈশিষ্ট্য। উচ্চারিত ধ্বনির সাথে এগুলির উপাদান ব্যঞ্জনবর্ণের নির্দেশিত ধ্বনির সবসময় সরাসরি সম্পর্ক না-ও থাকতে পারে। যেমন - পক্ব -এর উচ্চারণ পক্‌কো; বানানে ব-ফলা থাকলেও উচ্চারণে ব ধ্বনিটি অনুপস্থিত। রুক্ষ-এর উচ্চারণ রুক্‌খো; বানানের নিয়ম অনুযায়ী ক্ষ যুক্তবর্ণটি ক ও ষ-এর যুক্তরূপ হলেও উচ্চারণ হয় ক্‌খ। বানান ও ধ্বনির এই অনিয়মও শিক্ষার্থীর জন্য যুক্তবর্ণের সঠিক ব্যবহারে একটি বাধা হয়ে দাঁড়ায়।
নিচের যুক্তবর্ণের তালিকাটি বাংলা সঠিকভাবে লিখতে সহায়ক হতে পারে। এখানে বাংলায় ব্যবহৃত ২৮৫টি যুক্তবর্ণ দেওয়া হয়েছে। এর বাইরে কোন যুক্তবর্ণ সম্ভবত বাংলায় প্রচলিত নয়।
1. ক্ক = ক + ক; যেমন- আক্কেল, টেক্কা
2. ক্ট = ক + ট; যেমন- ডক্টর (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
3. ক্ট্র = ক + ট + র; যেমন- অক্ট্রয়
4. ক্ত = ক + ত; যেমন- রক্ত
5. ক্ত্র = ক + ত + র; যেমন- বক্ত্র
6. ক্ব = ক + ব; যেমন- পক্ব, ক্বণ
7. ক্ম = ক + ম; যেমন- রুক্মিণী
8. ক্য = ক + য; যেমন- বাক্য
9. ক্র = ক + র; যেমন- চক্র
10. ক্ল = ক + ল; যেমন- ক্লান্তি
11. ক্ষ = ক + ষ; যেমন- পক্ষ
12. ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন- তীক্ষ্ণ
13. ক্ষ্ব = ক + ষ + ব; যেমন- ইক্ষ্বাকু
14. ক্ষ্ম = ক + ষ + ম; যেমন- লক্ষ্মী
15. ক্ষ্ম্য = ক + ষ + ম + য; যেমন- সৌক্ষ্ম্য
16. ক্ষ্য = ক + ষ + য; যেমন- লক্ষ্য
17. ক্স = ক + স; যেমন- বাক্স
18. খ্য = খ + য; যেমন- সখ্য
19. খ্র = খ+ র যেমন; যেমন- খ্রিস্টান
20. গ্‌ণ = গ + ণ; যেমন - রুগ্‌ণ
21. গ্ধ = গ + ধ; যেমন- মুগ্ধ
22. গ্ধ্য = গ + ধ + য; যেমন- বৈদগ্ধ্য
23. গ্ধ্র = গ + ধ + র; যেমন- দোগ্ধ্রী
24. গ্ন = গ + ন; যেমন- ভগ্ন
25. গ্ন্য = গ + ন + য; যেমন- অগ্ন্যাস্ত্র, অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়
26. গ্ব = গ + ব; যেমন- দিগ্বিজয়ী
27. গ্ম = গ + ম; যেমন- যুগ্ম
28. গ্য = গ + য; যেমন- ভাগ্য
29. গ্র = গ + র; যেমন- গ্রাম
30. গ্র্য = গ + র + য; যেমন- ঐকাগ্র্য, সামগ্র্য, গ্র্যাজুয়েট
31. গ্ল = গ + ল; যেমন- গ্লানি
32. ঘ্ন = ঘ + ন; যেমন- কৃতঘ্ন
33. ঘ্য = ঘ + য; যেমন- অশ্লাঘ্য
34. ঘ্র = ঘ + র; যেমন- ঘ্রাণ
35. ঙ্ক = ঙ + ক; যেমন- অঙ্ক
36. ঙ্‌ক্ত = ঙ + ক + ত; যেমন- পঙ্‌ক্তি
37. ঙ্ক্য = ঙ + ক + য; যেমন- অঙ্ক্য
38. ঙ্ক্ষ = ঙ + ক + ষ; যেমন- আকাঙ্ক্ষা
39. ঙ্খ = ঙ + খ; যেমন- শঙ্খ
40. ঙ্গ = ঙ + গ; যেমন- অঙ্গ
41. ঙ্গ্য = ঙ + গ + য; যেমন- ব্যঙ্গ্যার্থ, ব্যঙ্গ্যোক্তি
42. ঙ্ঘ = ঙ + ঘ; যেমন- সঙ্ঘ
43. ঙ্ঘ্য = ঙ + ঘ + য; যেমন- দুর্লঙ্ঘ্য
44. ঙ্ঘ্র = ঙ + ঘ + র; যেমন- অঙ্ঘ্রি
45. ঙ্ম = ঙ + ম; যেমন- বাঙ্ময়
46. চ্চ = চ + চ; যেমন- বাচ্চা
47. চ্ছ = চ + ছ; যেমন- ইচ্ছা
48. চ্ছ্ব = চ + ছ + ব; যেমন- জলোচ্ছ্বাস
49. চ্ছ্র = চ + ছ + র; যেমন- উচ্ছ্রায়
50. চ্ঞ = চ + ঞ; যেমন- যাচ্ঞা
51. চ্ব = চ + ব; যেমন- চ্বী
52. চ্য = চ + য; যেমন- প্রাচ্য
53. জ্জ = জ + জ; যেমন- বিপজ্জনক
54. জ্জ্ব = জ + জ + ব; যেমন- উজ্জ্বল
55. জ্ঝ = জ + ঝ; যেমন- কুজ্ঝটিকা
56. জ্ঞ = জ + ঞ; যেমন- জ্ঞান
57. জ্ব = জ + ব; যেমন- জ্বর
58. জ্য = জ + য; যেমন- রাজ্য
59. জ্র = জ + র; যেমন- বজ্র
60. ঞ্চ = ঞ + চ; যেমন- অঞ্চল
61. ঞ্ছ = ঞ + ছ; যেমন- লাঞ্ছনা
62. ঞ্জ = ঞ + জ; যেমন- কুঞ্জ
63. ঞ্ঝ = ঞ + ঝ; যেমন- ঝঞ্ঝা
64. ট্ট = ট + ট; যেমন- চট্টগ্রাম
65. ট্ব = ট + ব; যেমন- খট্বা
66. ট্ম = ট + ম; যেমন- কুট্মল
67. ট্য = ট + য; যেমন- নাট্য
68. ট্র = ট + র; যেমন- ট্রেন (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
69. ড্ড = ড + ড; যেমন- আড্ডা
70. ড্ব = ড + ব; যেমন- অন্ড্বান
71. ড্য = ড + য; যেমন- জাড্য
72. ড্র = ড + র; যেমন- ড্রাইভার, ড্রাম (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
73. ড়্গ = ড় + গ; যেমন- খড়্‌গ
74. ঢ্য = ঢ + য; যেমন- ধনাঢ্য
75. ঢ্র = ঢ + র; যেমন- মেঢ্র (ত্বক) (মন্তব্য: অত্যন্ত বিরল)
76. ণ্ট = ণ + ট; যেমন- ঘণ্টা
77. ণ্ঠ = ণ + ঠ; যেমন- কণ্ঠ
78. ণ্ঠ্য = ণ + ঠ + য; যেমন- কণ্ঠ্য
79. ণ্ড = ণ + ড; যেমন- গণ্ডগোল
80. ণ্ড্য = ণ + ড + য; যেমন- পাণ্ড্য
81. ণ্ড্র = ণ + ড + র; যেমন- পুণ্ড্র
82. ণ্ঢ = ণ + ঢ; যেমন- ষণ্ঢ
83. ণ্ণ = ণ + ণ; যেমন- বিষণ্ণ
84. ণ্ব = ণ + ব; যেমন- স্হাণ্বীশ্বর
85. ণ্ম = ণ + ম; যেমন- চিণ্ময়
86. ণ্য = ণ + য; যেমন- পূণ্য
87. ৎক = ত + ক; যেমন- উৎকট
88. ত্ত = ত + ত; যেমন- উত্তর
89. ত্ত্ব = ত + ত + ব; যেমন- সত্ত্ব
90. ত্ত্য = ত + ত + য; যেমন- উত্ত্যক্ত
91. ত্থ = ত + থ; যেমন- অশ্বত্থ
92. ত্ন = ত + ন; যেমন- যত্ন
93. ত্ব = ত + ব; যেমন- রাজত্ব
94. ত্ম = ত + ম; যেমন- আত্মা
95. ত্ম্য = ত + ম + য; যেমন- দৌরাত্ম্য
96. ত্য = ত + য; যেমন- সত্য
97. ত্র = ত + র যেমন- ত্রিশ, ত্রাণ
98. ত্র্য = ত + র + য; যেমন- বৈচিত্র্য
99. ৎল = ত + ল; যেমন- কাৎলা
100. ৎস = ত + স; যেমন- বৎসর, উৎসব
101. থ্ব = থ + ব; যেমন- পৃথ্বী
102. থ্য = থ + য; যেমন- পথ্য
103. থ্র = থ + র; যেমন- থ্রি (three) (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
104. দ্গ = দ + গ; যেমন- উদ্গম
105. দ্ঘ = দ + ঘ; যেমন- উদ্ঘাটন
106. দ্দ = দ + দ; যেমন- উদ্দেশ্য
107. দ্দ্ব = দ + দ + ব; যেমন- তদ্দ্বারা
108. দ্ধ = দ + ধ; যেমন- রুদ্ধ
109. দ্ব = দ + ব; যেমন- বিদ্বান
110. দ্ভ = দ + ভ; যেমন- অদ্ভুত
111. দ্ভ্র = দ + ভ + র; যেমন- উদ্ভ্রান্ত
112. দ্ম = দ + ম; যেমন- ছদ্ম
113. দ্য = দ + য; যেমন- বাদ্য
114. দ্র = দ + র; যেমন- রুদ্র
115. দ্র্য = দ + র + য; যেমন- দারিদ্র্য
116. ধ্ন = ধ + ন; যেমন- অর্থগৃধ্নু
117. ধ্ব = ধ + ব; যেমন- ধ্বনি
118. ধ্ম = ধ + ম; যেমন- উদরাধ্মান
119. ধ্য = ধ + য; যেমন- আরাধ্য
120. ধ্র = ধ + র; যেমন- ধ্রুব
121. ন্ট = ন + ট; যেমন- প্যান্ট (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
122. ন্ট্র = ন + ট + র; যেমন- কন্ট্রোল (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
123. ন্ঠ = ন + ঠ; যেমন- লন্ঠন
124. ন্ড = ন + ড; যেমন- গন্ডার, পাউন্ড
125. ন্ড্র = ন + ড + র; যেমন- হান্ড্রেড
126. ন্ত = ন + ত; যেমন- জীবন্ত
127. ন্ত্ব = ন + ত + ব; যেমন- সান্ত্বনা
128. ন্ত্য = ন + ত + য; যেমন- অন্ত্য
129. ন্ত্র = ন + ত + র; যেমন- মন্ত্র
130. ন্ত্র্য = ন + ত + র + য; যেমন- স্বাতন্ত্র্য
131. ন্থ = ন + থ; যেমন- গ্রন্থ
132. ন্থ্র = ন + থ + র; যেমন- অ্যান্থ্রাক্স (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
133. ন্দ = ন + দ; যেমন- ছন্দ
134. ন্দ্য = ন + দ + য; যেমন- অনিন্দ্য
135. ন্দ্ব = ন + দ + ব; যেমন- দ্বন্দ্ব
136. ন্দ্র = ন + দ + র; যেমন- কেন্দ্র
137. ন্ধ = ন + ধ; যেমন- অন্ধ
138. ন্ধ্য = ন + ধ + য; যেমন- বিন্ধ্য
139. ন্ধ্র = ন + ধ + র; যেমন- রন্ধ্র
140. ন্ন = ন + ন; যেমন- নবান্ন
141. ন্ব = ন + ব; যেমন- ধন্বন্তরি
142. ন্ম = ন + ম; যেমন- চিন্ময়
143. ন্য = ন + য; যেমন- ধন্য
144. প্ট = প + ট; যেমন- পাটি-সাপ্টা, ক্যাপ্টেন (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
145. প্ত = প + ত; যেমন- সুপ্ত
146. প্ন = প + ন; যেমন- স্বপ্ন
147. প্প = প + প; যেমন- ধাপ্পা
148. প্য = প + য; যেমন- প্রাপ্য
149. প্র = প + র; যেমন- ক্ষিপ্র
150. প্র্য = প + র + য; যেমন- প্র্যাকটিস (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
151. প্ল = প + ল; যেমন-আপ্লুত
152. প্স = প + স; যেমন- লিপ্সা
153. ফ্র = ফ + র; যেমন- ফ্রক, ফ্রিজ, আফ্রিকা, রেফ্রিজারেটর (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
154. ফ্ল = ফ + ল; যেমন- ফ্লেভার (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
155. ব্জ = ব + জ; যেমন- ন্যুব্জ
156. ব্দ = ব + দ; যেমন- জব্দ
157. ব্ধ = ব + ধ; যেমন- লব্ধ
158. ব্ব = ব + ব; যেমন- ডাব্বা
159. ব্য = ব + য; যেমন- দাতব্য
160. ব্র = ব + র; যেমন- ব্রাহ্মণ
161. ব্ল = ব + ল; যেমন- ব্লাউজ
162. ভ্ব =ভ + ব; যেমন- ভ্বা
163. ভ্য = ভ + য; যেমন- সভ্য
164. ভ্র = ভ + র; যেমন- শুভ্র
165. ম্ন = ম + ন; যেমন- নিম্ন
166. ম্প = ম + প; যেমন- কম্প
167. ম্প্র = ম + প + র; যেমন- সম্প্রতি
168. ম্ফ = ম + ফ; যেমন- লম্ফ
169. ম্ব = ম + ব; যেমন- প্রতিবিম্ব
170. ম্ব্র = ম + ব + র; যেমন- মেম্ব্রেন (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
171. ম্ভ = ম + ভ; যেমন- দম্ভ
172. ম্ভ্র = ম + ভ + র; যেমন- সম্ভ্রম
173. ম্ম = ম + ম; যেমন- সম্মান
174. ম্য = ম + য; যেমন- গ্রাম্য
175. ম্র = ম + র; যেমন- নম্র
176. ম্ল = ম + ল; যেমন- অম্ল
177. য্য = য + য; যেমন- ন্যায্য
178. র্ক = র + ক; যেমন - তর্ক
179. র্ক্য = র + ক + য; যেমন- অতর্ক্য (তর্ক দিয়ে যার সমাধান হয় না)
180. র্গ্য = র + গ + য; যেমন - বর্গ্য (বর্গসম্বন্ধীয়)
181. র্ঘ্য = র + ঘ + য; যেমন- দৈর্ঘ্য
182. র্চ্য = র + চ + য; যেমন- অর্চ্য (পূজনীয়)
183. র্জ্য = র + জ + য; যেমন- বর্জ্য
184. র্ণ্য = র + ণ + য; যেমন- বৈবর্ণ্য (বিবর্ণতা)
185. র্ত্য = র + ত + য; যেমন- মর্ত্য
186. র্থ্য = র + থ + য; যেমন- সামর্থ্য
187. র্ব্য = র + ব + য; যেমন- নৈর্ব্যক্তিক
188. র্ম্য = র + ম + য; যেমন- নৈষ্কর্ম্য
189. র্শ্য = র + শ + য; যেমন- অস্পর্শ্য
190. র্ষ্য = র + ষ + য; যেমন- ঔৎকর্ষ্য
191. র্হ্য = র + হ + য; যেমন- গর্হ্য
192. র্খ = র + খ; যেমন- মূর্খ
193. র্গ = র + গ; যেমন- দুর্গ
194. র্গ্র = র + গ + র; যেমন- দুর্গ্রহ, নির্গ্রন্হ
195. র্ঘ = র + ঘ; যেমন- দীর্ঘ
196. র্চ = র + চ; যেমন- অর্চনা
197. র্ছ = র + ছ; যেমন- মূর্ছনা
198. র্জ = র + জ; যেমন- অর্জন
199. র্ঝ = র + ঝ; যেমন- নির্ঝর
200. র্ট = র + ট; যেমন- আর্ট, কোর্ট, কম্ফর্টার, শার্ট, কার্টিজ, আর্টিস্ট, পোর্টম্যানটো, সার্টিফিকেট, কনসার্ট, কার্টুন, কোয়ার্টার (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
201. র্ড = র + ড; যেমন- অর্ডার, লর্ড, বর্ডার, কার্ড (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
202. র্ণ = র + ণ; যেমন- বর্ণ
203. র্ত = র + ত; যেমন- ক্ষুধার্ত
204. র্ত্র = র + ত + র; যেমন- কর্ত্রী
205. র্থ = র + থ; যেমন- অর্থ
206. র্দ = র + দ; যেমন- নির্দয়
207. র্দ্ব = র + দ + ব; যেমন- নির্দ্বিধা
208. র্দ্র = র + দ + র; যেমন- আর্দ্র
209. র্ধ = র + ধ; যেমন- গোলার্ধ
210. র্ধ্ব = র + ধ + ব; যেমন- ঊর্ধ্ব
211. র্ন = র + ন; যেমন- দুর্নাম
212. র্প = র + প; যেমন- দর্প
213. র্ফ = র + ফ; যেমন- স্কার্ফ (মন্তব্য: মূলত ইংরেজি ও আরবী-ফার্সি কৃতঋণ শব্দে ব্যবহৃত)
214. র্ভ = র + ভ; যেমন- গর্ভ
215. র্ম = র + ম; যেমন- ধর্ম
216. র্য = র + য; যেমন- আর্য
217. র্ল = র + ল; যেমন- দুর্লভ
218. র্শ = র + শ; যেমন- স্পর্শ
219. র্শ্ব = র+ শ + ব; যেমন- পার্শ্ব
220. র্ষ = র + ষ; যেমন- ঘর্ষণ
221. র্স = র + স; যেমন- জার্সি, নার্স, পার্সেল, কুর্সি (মন্তব্য: মূলত ইংরেজি ও আরবী-ফার্সি কৃতঋণ শব্দে ব্যবহৃত)
222. র্হ = র + হ; যেমন- গার্হস্থ্য
223. র্ঢ্য = র + ঢ + য; যেমন- দার্ঢ্য (অর্থাৎ দৃঢ়তা)
224. ল্ক = ল + ক; যেমন- শুল্ক
225. ল্ক্য = ল + ক + য; যেমন- যাজ্ঞবল্ক্য
226. ল্গ = ল + গ; যেমন- বল্গা
227. ল্ট = ল + ট; যেমন- উল্টো
228. ল্ড = ল + ড; যেমন- ফিল্ডিং (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
229. ল্প = ল + প; যেমন- বিকল্প
230. ল্‌ফ = ল + ফ; যেমন- গল্‌ফ (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
231. ল্ব = ল + ব; যেমন- বিল্ব, বাল্ব
232. ল্‌ভ = ল + ভ; যেমন- প্রগল্‌ভ
233. ল্ম = ল + ম; যেমন- গুল্ম
234. ল্য = ল + য; যেমন- তারল্য
235. ল্ল = ল + ল; যেমন- উল্লাস
236. শ্চ = শ + চ; যেমন- পুনশ্চ
237. শ্ছ = শ + ছ; যেমন- শিরশ্ছেদ
238. শ্ন = শ + ন; যেমন- প্রশ্ন
239. শ্ব = শ + ব; যেমন- বিশ্ব
240. শ্ম = শ + ম; যেমন- জীবাশ্ম
241. শ্য = শ + য; যেমন- অবশ্য
242. শ্র = শ + র; যেমন- মিশ্র
243. শ্ল = শ + ল; যেমন- অশ্লীল
244. ষ্ক = ষ + ক; যেমন- শুষ্ক
245. ষ্ক্র = ষ + ক + র; যেমন- নিষ্ক্রিয়
246. ষ্ট = ষ + ট; যেমন- কষ্ট
247. ষ্ট্য = ষ + ট + য; যেমন- বৈশিষ্ট্য
248. ষ্ট্র = ষ + ট + র; যেমন- রাষ্ট্র
249. ষ্ঠ = ষ + ঠ; যেমন- শ্রেষ্ঠ
250. ষ্ঠ্য = ষ + ঠ + য; যেমন- নিষ্ঠ্যূত
251. ষ্ণ = ষ + ণ; যেমন- কৃষ্ণ
252. ষ্প = ষ + প; যেমন- নিষ্পাপ
253. ষ্প্র = ষ + প + র; যেমন- নিষ্প্রয়োজন
254. ষ্ফ = ষ + ফ; যেমন- নিষ্ফল
255. ষ্ব = ষ + ব; যেমন- মাতৃষ্বসা
256. ষ্ম = ষ + ম; যেমন- উষ্ম
257. ষ্য = ষ + য; যেমন- শিষ্য
258. স্ক = স + ক; যেমন- মনোস্কামনা
259. স্ক্র = স + ক্র; যেমন- ইস্ক্রু (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
260. স্খ = স + খ; যেমন- স্খলন
261. স্ট = স + ট; যেমন- স্টেশন (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
262. স্ট্র = স + ট্র; যেমন- স্ট্রাইক (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
263. স্ত = স + ত; যেমন- ব্যস্ত
264. স্ত্ব = স + ত + ব; যেমন- বহিস্ত্বক
265. স্ত্য = স + ত + য; যেমন-অস্ত্যর্থ
266. স্ত্র = স + ত + র; যেমন- স্ত্রী
267. স্থ = স + থ; যেমন- দুঃস্থ
268. স্থ্য = স + থ + য; যেমন- স্বাস্থ্য
269. স্ন = স + ন; যেমন- স্নান
270. স্প = স + প; যেমন- আস্পর্ধা
271. স্প্র = স + প +র; যেমন- স্প্রিং (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
272. স্প্‌ল = স + প + ল; যেমন- স্প্‌লিন (মন্তব্য: এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি/বিদেশী কৃতঋণ শব্দে ব্যবহৃত)
273. স্ফ = স + ফ; যেমন- আস্ফালন
274. স্ব = স + ব; যেমন- স্বর
275. স্ম = স + ম; যেমন- স্মরণ
276. স্য = স + য; যেমন- শস্য
277. স্র = স + র; যেমন- অজস্র
278. স্ল = স + ল; যেমন- স্লোগান
279. হ্ণ = হ + ণ; যেমন- অপরাহ্ণ
280. হ্ন = হ + ন; যেমন- চিহ্ন
281. হ্ব = হ + ব; যেমন- আহ্বান
282. হ্ম = হ + ম; যেমন- ব্রাহ্মণ
283. হ্য = হ + য; যেমন- বাহ্য
284. হ্র = হ + র; যেমন- হ্রদ
285. হ্ল = হ + ল; যেমন- আহ্লাদ
**** র্য-কে যুক্তবর্ণ ধরা হয়েছে, কেননা এটি র ও য-এর সমষ্টি। অন্যদিকে র‌্যাব, র‌্যাম, র‌্যাঁদা, ইত্যাদিতে উপস্থিত র‌্য-কে যুক্তবর্ণ হিসেবে ধরা হয়নি, কেননা এটি আসলে র‌্যা-এর অংশ, আর র‌্যা হল র ব্যঞ্জনধ্বনি এবং অ্যা স্বরধ্বনির মিলিত রূপ।

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন কোন সফটওয়্যার ,ADD-ONNs ছাড়া ই

পোস্টের শুরুতে সবাইকে জানাই আমার সালাম আশা করি সবাই ভাল আছেন । হ্যাঁ শিরোনামে যা দেখছেন তা আজ দেখাবো ।আমরা কম বেশি সবাই ই ইউটিউব থেকে ভিডিও  ডাউনলোড করে থাকি । IDM, ADD-ONNs  এগুলো সবচেয়ে বেশি  ব্যবহার হয়  ইউটিউব থেকে ভিডিও  ডাউনলোড  করতে ।
কিন্তু সফটওয়্যার ছাড়া ই  ইউটিউব থেকে ভিডিও  ডাউনলোড  করা সম্ভব ।
প্রথমে http://www.youtube.com থেকে আপনার কাংখিত ভিডিও টি খুজে বের করুন ।
এবং  ব্রাউজার থেকে ভিডিও টির লিঙ্ক টা কপি করে নিন ।

example :www.youtube.com/keyboardmastan
এখন ব্রাউজার এ নতুন একটা ট্যাব ওপেন করুন
এবং লিঙ্ক টি পেসট, করুন তারপর লিঙ্ক টি এডিট করুন এভাবে www.ssyoutube.com/keyboardmastan
মানে www. এর পরে ss যুক্ত করুন । এখন আপনি আপনার কাংখিত ভিডিও টি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন ।

কম্পিউটার মাউসের মজার মজার ট্রিক


দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে কম্পিউটার। ডেস্কটপ হোক বা ল্যাপটপ, পড়াশোনা থেকে শুরু করে কাজের খাতিরে সবক্ষেত্রেই নির্ভরতা কম্পিউটারের ওপর। আর কম্পিউটার ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইসগুলোর একটি হচ্ছে ছোট্ট মাউসটি। কম্পিউটারে অতি প্রয়োজনীয় সেই মাউসটির অনেক মজার ট্রিকই ব্যবহারকারীদের অজানা। মাউসের সেই ট্রিকগুলো শুধু মজারই নয় বরং কম্পিউটার ব্যবহারকেও করে দেয় অনেক সহজ। এমনই কয়েকটি ট্রিক শিখিয়েছে ইয়াহু টেকনোলজি।
ক্লিক ট্রিক
মাইক্রোসফট ওয়ার্ডে ডাবল ক্লিক করে একটি শব্দ আর ট্রিপল ক্লিক করে পুরো একটি প্যারাগ্রাফ হাইলাইট করার ব্যাপারটি পাঠকের অজানা থাকার কথা নয়। তবে ওয়ার্ড ডকুমেন্টের পুরো একটা কলামকে হাইলাইট করার উপায় কি? চেপে রাখুন অল্টার আর চাপুন মাউসের লেফট বাটনটি। আর কার্সরটিকে টেনে নিয়ে যান আপনি যে কলামটি হাইলাইট করতে চান তার ওপর। ব্যস, হয়ে যাবে কাজ।
স্ক্রল ট্রিক
স্ক্রল করুন ডানে বামে: মাইক্রোসফট এক্সেলের বেশিরভাগ ভার্সনে শিফট বাটনটি চেপে রেখে স্ক্রল করলে আপনাকে ডানে বামে নিয়ে যাবে কার্সরটি। বড়ো বড়ো স্প্রেডশিট দেখতে কাজে দেবে এই ট্রিকটি।
ব্যাক বাটন হিসেবে স্ক্রল হুইল: বেশিরভাগ ওয়েব ব্রাউজারেই এই ট্রিকটি কাজে লাগাতে পারবেন পাঠক। শিফট চেপে স্ক্রল হুইলটি ঘোরালেই ব্যাক বাটন হিসেবে কাজ করবে আপনার স্ক্রল হুইল।
রি-লগইন না করার ট্রিক:
ধরে নিন, কর্মক্ষেত্রে আপনার কম্পিউটারটি রেখে ঘুরে আসতে চাইছেন কিছুক্ষণের জন্য। তবে বার বার কম্পিউটারে রি-লগ করতে চাননা। মাউসের কার্সরটিকে কম্পিউটার মনিটরের অ্যানালগ ঘড়ির ওপর নিয়ে রাখুন। ঘড়ির সেকেন্ডের কাটা নড়লেই সেটি অনুসরণ করবে কার্সর। কম্পিউটারের সামনে না থাকলেও স্লিপ মোডে চলে যাবে না কম্পিউটারটি।

ফটোশপের জাদু – চোখ থেকে দূর করুন অনাকাঙ্খিত দাগ

আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আজ অনেকদিন পর কিছু লেখার সময় পেলাম। তাই ভাবলাম আপনাদের সাথে একটা টিপস শেয়ার করে যাই :P এই টিপসটি হয়ত অনেকেই জানেন বিশেষ করে যারা গ্রাফিক্স এর কাজগুলো করেন তবুও যারা জানেননা তাদের জানানোর জন্য এলাম। প্রথমেই বলে নেয়া ভালো আমি গ্রাফিক্স এর হাফেজ নই তাই ভুল ত্রুটি থাকলে নিজ গুণে ক্ষমা করবেন। বকবক অনেক হল এবার চলুন মূল বিষয়ে আসি।
আমরা যারা ক্যামেরা দিয়ে ছবি তুলি তারা অনেকক্ষেত্রেই একটি সমস্যায় পরি এটি হল চোখে ফ্লাশলাইট পরার কারণে চোখ লাল দেখানো। অনেক সময় এটি আমাদের বিরক্তিকর অবস্থায়ও ফেলে দেয়। আবার অনেকে ছোটেন স্টুডিওতে ছবিটি পরিস্কার করার জন্য যা আপনার সময় এবং অর্থের অপচয় সাধন করে। কিন্তু ঘরে বসেই ফটোশপের মাধ্যমে খুব সহজেই কাজটি সম্পন্ন করা যায়। অনেকগুলো উপায়ে এই কাজটি করা যায় তবে আজ আপাতত সবচেয়ে সহজে করা যায় এমন পদ্ধতিটি আপনাদের সামনে উপস্থাপন করব। ফটোশপ সিএস২ এ রয়েছে এই কাজের জন্য নির্দিষ্ট একটি টুল এর মাধ্যমে একটি ক্লিকেই আমাদের কাজ সম্পন্ন করা সম্ভব।
১। প্রথমেই ফটোশপ সিএস২ প্রোগ্রামটি ইন্সটল করে রান করুন।
২। যে ছবিটি এডিট করতে হবে সেটি ওপেন করুন এবং বাম পাশের প্যালেট থেকে Red Eye Tool টি সিলেক্ট করুন।
red-eye-remove
৩। এখন আপনি নিচের ছবির ন্যায় একটি প্লাস সাইন দেখতে পাবেন।
red-eye-remove
৪। এই প্লাস সাইনটি নিয়ে চোখের লাল অংশের উপর রেখে একটি ক্লিক করুন। দেখবেন এর রঙ পরিবর্তন হয়ে গেছে (ছবিটি জুম করে নিয়ে তবে কাজটি করলে আরও পারফেক্ট হবে)
৫। এবার অন্য চোখের জন্য একই কাজ পুনরায় করুন।
এবার আপনি আপনার কাঙ্খিত ফল দেখতে পাবেন। নিচের ছবিটি দেখুনঃ
red-eye-remove
এভাবে খুব সহজেই আপনি চোখের অনাকাঙ্খিত লাল রঙটি দূর করতে পারেন। যাদের ফটোশপ সি এস২ নেই তারা কাজটি ফটোশপ ৭ দিয়েও করতে পারেন। তবে এখন সাধারনত সিএস২ এর ব্যবহার বেশী দেখা যায় তাই এটাই আগে দিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা সবসময়।

একাধিক MS Word ফাইল জোড়া লাগান কপি-পেস্ট ছাড়াই খুব সহজে

শুভেচ্ছা সবাইকে। আজকে একটা ছোট্ট কিন্তু কাজের টিপস আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় আমাদের একাধিক ওয়ার্ড ফাইল একসাথে জোড়া লাগানোর প্রয়োজন পড়ে যায়। আমরা তখন জাস্ট কপি-পেস্ট করে কাজ চালিয়ে দিই। কিন্তু এতে আমাদের বেশ খানিকটা সময় ব্যয় হয়ে যায়। কিন্তু জোড়া লাগানোর আরেকটা সহজ উপায় ওয়ার্ডে বিল্ট-ইন ভাবেই দেয়া আছে, যদিও অনেক সময় তা আমাদের চোখ এড়িয়ে যায়। পদ্ধতিটা Word 2007/2010 -এ কিভাবে কাজে লাগানো যায় সেটি নিচে দেখিয়ে দিলাম।
  1. নতুন একটি ডকুমেন্ট খুলুন যেখানে আপনি ফাইলগুলো জোড়া লাগাতে চাচ্ছেন।
  2. ‘Insert’ ট্যাবে ক্লিক করুন।
  3. ‘Object’ বাটনের ড্রপডাউন মেনুটি নিয়ে আসুন।
  4. ‘Text from file’ এ ক্লিক করুন।
  5. এবার যে ডায়লগ বক্সটি আসবে সেখান থেকে আপনি যে যে ফাইলগুলি জোড়া লাগাতে চাচ্ছেন সেগুলি সিলেক্ট করে নিন।
  6. এবার ‘Insert’ বাটনে ক্লিক করুন।
ব্যাস হয়ে গেল জোড়া লাগাবার কাজটি।

আজ এই পর্যন্তই। ভবিষ্যতে আরও অনেক টিপস যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই কামনা করে আজকের টিউনটি শেষ করছি। সবাই ভালো থাকবেন।

বুধবার, ১০ অক্টোবর, ২০১২

সেরা ১৫ টি বাংলা TECHNOLOGY ব্লগ লিস্ট

আসুন জানি বাংলাদেশের সেরা ১৫ টি TECHNOLOGY ব্লগ সাইট এর নাম

কেমন লাগলো মন্তব্য কারবেন । প্রতিদিন Tech এর সাথে আপডেট থাকুন আর নতুন করে বিশ্বকে জানুন ।

সহজেই সি ড্রাইভের বেকআপ নিন ও রিস্টোর করুন ।

আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আজকে আমি আপনাদের সাথে যে সফটওয়্যারটি শেয়ার করব তার নাম হল Drive SnapShot. এই সফটওয়্যারটির সাহায্যে আপনি C drive-এর হুবহু ইমেজ নিতে পারবেন অথাৎ আপনার C drive-এর বেকআপ নিতে পারবেন। এর মাধ্যমে operating system চালু অবস্থায় বেকআপ নেয়া যায়।
এক নজরে এর ফিচারগুলো দেখে নিই-
Features:
• Create Disk Image Backups, while running Windows
• There is no restart (to DOS) necessary. Never.
• Continue your work, while the Backup is in progress
• The new Snapshot technology ensures, that all data are consistent, and reflect the PC's data at the start of backup. There are no difficulties with opened files. Never.
• This enables a very fast and easy way to backup servers and other computers, that must run 24 hours a day.
• Easy Use and Restore of single Files or directories
• Drive Snapshot creates a virtual drive, containing all your drives data. You may use, compare, or restore these files directly from the Disk Image file.
• This works with any program of your choice, including (of course) the Windows Explorer
• Complete Restore of a disk in case of Disaster
• If a disk is restored to it's original state, it will be exactly the same as at the time of Backup - byte for byte.
• Restoring a system partition will require DOS; other drives can be restored using
Windows:
• Compatible to all Windows file systems (FAT16, FAT32, NTFS)
• Compatible to all Windows RAID Methods
• Very easy and comprehensive command line interface
• This makes automation of regular tasks a breeze.
Homepage - http://www.drivesnapshot.de/
আসুন এবার দেখে নিই এর কাযপদ্ধতিগুরলো-
ডাউনলোড: সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিই এবং সাথে দেওয়া কীজেন দিয়ে রেজিস্টার করে নিই।

বেকআপ নেয়ার পদ্ধতি:-

১) সফটওয়্যারটি ওপেন করে নিচের (১)নং ছবির মত “Backup Disk To File”-এ ক্লিক করি।

২)এবার (২)নং ছবির মত যে ড্রাইভ-এর বেকআপ নিবেন তা সিলেক্ট করে (৩)নং ছবির মত Next-এ ক্লিক করি।

৩) এবার বেকআপটিকে যেখানে সেভ করবেন তা (৪)নং ছবির মত ব্রাউজ করে দেখিয়ে দিয়ে (৫)নং-এর মত start copy-তে ক্লিক করি। তাহলে আপনার বেকআপ প্রসেসিং শুরু হবে।

৪) বেকআপ প্রসেসিং শেষ হলে (৬)নং এর মত ok বাটনে ক্লিক করলেই কাজ সম্পন্ন হয়ে যাবে।

রিস্টোর করার পদ্ধতি:-

১) সফটওয়্যারটি ওপেন করে নিচের ছবির মত “Restore Disk from File”-এ ক্লিক করি।

২)এবার ছবির মত (১)নং-এ browse করে বেকআপ ফাইলটি দেখিয়ে দিয়ে (৩)নং-এর মত Next-এ ক্লিক করি।

৩) এবার বেকআপ ফাইলটি যে ড্রাইভ-এ রিস্টোর করব তা ছবির (৪)নং-এর মত ড্রাইভটি সিলেক্ট করে (৫)নং-এর মত Next –এ ক্লিক করি।

৪) এরপর ২ বার yes বাটনে ক্লিক করি, ফলে কম্পিউার রিস্টাট হয়ে রিস্টোর হওয়া শুরু হয়ে যাবে। রিস্টোর হয়ে গেল কী-বোডের যেকোন কী প্রেস করলে কম্পিউটার পুনরায় রিস্টাট হয়ে চালু হয়ে যাবে।

আপনার পিসির লগ ইন পাসওয়ার্ড কেউ জানলেও তা পরিবর্তন করতে পারবেনা।

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই আশা করি ভালই আছেন।আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজ আমি হাজির হয়েছি ছোট্ট একটি কম্পিউটার টিপস নিয়ে। কেউ যদি আপনার কম্পিউটারের লগ ইন পাসওয়ার্ড জেনেও ফেলে তারপর ও সে আপনার জেনে যাওয়া পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেনা ।এটা খুব সহজ বিষয় কোন সফটওয়্যার লাগবেনা শুধু নিচের পদক্ষেপ গুলো অনুসর্ন করুন
my computer>manage>Local users and group>users>double click আপনার কম্পিউটার একাউন্ট >user cannot chang password বক্সটি চেক করে দিন।ব্যাস আপনার কাজ শেষ ।ট্রাই করে দেখুন আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন কিনা।পাসওয়ার্ড পরিবর্তন করতে শুধু my computer>manage>Local users and group>users>double click আপনার কম্পিউটার একাউন্ট >user cannot chang password বক্সটি আনচেক করে দিন।

কিছু প্রয়োজনীয় কী-বার্ড শর্টকাট




Windows & Windows applications:-

 

Shortcut-key
Windows XP
 Ctrl+A
Select all iteam.
 Ctrl+B
Bold the selected line.
 Ctrl+C
Copies the item or items to the Clipboard.
 Ctrl+D
Displays the font dilog box (MS Word)
 Ctrl+E
Center Alignment (MS Word)
 Ctrl+F
Displays the Find all files dialog box.
 Ctrl+G
Displays the Go to folder dialog box.
 Ctrl+H
Displays the Replace dialog box.
 Ctrl+I
Italic the selected line.
 Ctrl+J
Justify the selected line.
 Ctrl+K
Insert Hyperlink (MS Word)
 Ctrl+L
Left Alignment (MS Word)
 Ctrl+N
Displays the New dialog box.
 Ctrl+O
Displays the Open dialog box.
 Ctrl +P
Displays the Print dialog box.
 Ctrl+R
Right Alignment (MS Word)
 Ctrl+S
Displays the Save dialog box.
 Ctrl+U
Underline the selected line.
 Ctrl+V
Pastes the copied item or items from the Clipboard.
 Ctrl+X
Cuts the item or items selected to the Clipboard.
 Ctrl+Y
Redo
 Ctrl+Z
Undo

 

G-mail

 

c, + c (new window)
Compose a new message
r, + r (new window)
Reply to a message
f, + f (new window)
Forward a message
g then i
Go to inbox
/
Puts cursor in the search box
N
Move to the next message
P
Move to the previous message
!
Report spam

 


 

Mixed

 

CTRL + F4
Closes the active document window.
CTRL + F6
Opens the next document window in the active application.
CTRL + ESC
Display the Start menu
ALT + ENTER
View the properties for the selected item
ALT + F4
Close the active item, or quit the active program
ALT + SPACEBAR
Open the shortcut menu for the active window
ALT + TAB
Switch between the open items
ALT + ESC
Cycle through items in the order that they had been opene
Windows Logo
Display or hide the Start menu
Windows Logo + BREAK
Display the System Properties dialog box
Windows Logo + D
Display the desktop
Windows Logo + M
Minimize all of the windows
Windows Logo + SHIFT + M
Restore the minimized windows
Windows Logo + E
Open My Computer
Windows Logo + F
Search for a file or a folder
CTRL + Windows Logo + F
Search for computers
Windows Logo + F1
Display Windows Help
Windows Logo + L
Lock the keyboard
Windows Logo + R
Open the Run dialog box
Windows Logo + U
Open Utility Manager
TAB
Move forward through the options
SHIFT + TAB
Move backward through the options
CTRL + TAB
Move forward through the tabs
CTRL + SHIFT + TAB
Move backward through the tabs
ALT + Underlined letter
Perform the corresponding command or select the corresponding option
ENTER
Perform the command for the active option or button
SPACEBAR
Select or clear the check box if the active option is a check box
Arrow keys
Select a button if the active option is a group of option buttons
BACKSPACE
Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box
END
Display the bottom of the active window
HOME
Display the top of the active window
NUM LOCK + Asterisk sign (*)
Display all of the subfolders that are under the selected folder
NUM LOCK + Plus sign (+)
Display the contents of the selected folder
NUM LOCK + Minus sign (-)
Collapse the selected folder
LEFT ARROW
Collapse the current selection if it is expanded, or select the parent folder
RIGHT ARROW
Display the current selection if it is collapsed, or select the first subfolder

 


 

Mozilla Firefox

 

Alt + V + Y + N
Remove CSS styles
Alt + V + Y + B
Restore CSS styles
Ctrl + Shift + I
Start DOM Inspector
F12
Start Firebug
Ctrl + Shift + T
Reopen Previously Closed Tab
Ctrl + Shift + D
Bookmark all tabs
Alt + Left Arrow
Back
Alt + Right Arrow
Forward
Backspace
Go one page back in your history
Ctrl + L or F6
Jump to Address Bar
Alt + Home
Go To Homepage
Ctrl + Minus sign (-)
Decrease Text Size
Ctrl + Plus sign (+)
Increase Text Size
/
Quick Search
Alt + Left Arrow (back), Alt + Right Arrow (forward)
Navigate in the tab history
Ctrl + T, Double Click on Tab Bar (mouse)
Open New Tab
Ctrl + W, Middle Click on Tab (mouse)
Close Current Tab
Ctrl + Page up or Ctrl + Tab
Jump To Next Tab
Ctrl + Page Down or Ctrl + Shift + Tab
Jump To Previous Tab
Ctrl + Left mouse click
Open link in a new tab
Ctrl + [1 - 9]
Select a Tab
Tab
Move to a next link
Shift + Tab
Move to a previous link
Alt + Down arrow
Available options on drop down menu
CTRL +A
Select all text on a web page
CTRL +B
Open the Bookmarks sidebar
CTRL +C
Copy the selected text to the Windows clipboard
CTRL +D
Bookmark the current web page
CTRL +F
Find text within the current web page
CTRL +G
Find more text within the same web page
CTRL +H
Opens the web page History sidebar
CTRL +I
Open the Bookmarks sidebar
CTRL +J
Opens the Download Dialogue Box
CTRL +K
Places the cursor in the Web Search box ready to type your search
CTRL +L
Places the cursor into the URL box ready to type a website address
CTRL +M
Opens your mail program (if you have one) to create a new email message
CTRL +N
Opens a new Firefox window
CTRL +O
Open a local file Print the current web page
CTRL +P
Print the current web page
CTRL +R
Reloads the current web page
CTRL +S
Save the current web page on your PC
CTRL +T
Opens a new Firefox Tab
CTRL +U
View the page source of the current web page
CTRL +V
Paste the contents of the Windows clipboard
CTRL +W
Closes the current Firefox Tab or Window (if more than one tab is open)
CTRL +X
Cut the selected text
CTRL +Z
Undo the last action

 

Internet Explorer-7

 

Ctrl + Left mouse button
Open link in new background tab
Ctrl + Shift + Left mouse button
Open link in new foreground tab
Ctrl + Q
Open Quick Tab View
Ctrl + Shift + Q
View list of opened tabs
Alt + D
Select the Address bar
Alt + Enter
Open the address typed in the Address Bar in new tab
Ctrl + E
Jump to Search Bar
Ctrl + T, Double Click on Tab Bar (mouse)
Open New Tab
Ctrl + W, Middle Click on Tab (mouse)
Close Current Tab
Ctrl + Tab
Jump To Next Tab
Ctrl + Shift + Tab
Jump To Previous Tab
Ctrl + [1 - 9]
Select a Tab
Ctrl + J
Open feeds
Tab
Move to a next link
Shift + Tab
Move to a previous link

 

Wordpress

 

Alt + Shift + B
bold
Alt + Shift + I
italic
Alt + Shift + Q
blockquote
Alt + Shift + U
Unordered list (ul)
Alt + Shift + O
Ordered list (ol)
Alt + Shift + L
List Item (li)
Alt + Shift + C
code
Alt + Shift + S
ins
Alt + Shift + D
del
Alt + Shift + A
link
Alt + Shift + T
more (Read More tag)
Alt + Shift + P
Publish an article

 

Function Key

 

F1 key
Gives help on the active window or selected item.
F2 key
Rename the selected item
F3 key
Search for a file or a folder
F4 key
Display the Address bar list in My Computer or Windows Explorer
F5 key
Update the active window
F6 key
Cycle through the screen elements in a window or on the desktop
F10 key
Activate the menu bar in the active program

 

Photoshop Key-Board Shortcut

 

Path / Direct Selection Tool.........................................................................................A

Brush / Pencil / Color Replacement Tool.....................................................................B

Crop Tool.....................................................................................................................C

Default Colors..............................................................................................................D

Eraser Tool..................................................................................................................E

Cycle Screen Modes....................................................................................................F

Gradient / Paint Bucket Tool........................................................................................G

Hand Tool ...................................................................................................................H

Eyedropper / Sampler / Measure Tool.........................................................................I

Spot Healing / Healing / Patch / Red Eye....................................................................J

Slice Tool ....................................................................................................................K

Lasso Tool...................................................................................................................L

Marquee Tool..............................................................................................................M

Notes / Audio Annotation Tool ....................................................................................N

Dodge / Burn / Sponge Tool .......................................................................................O

Pen / Freeform Pen Tool .............................................................................................P

Standard / Quick Mask Mode .....................................................................................Q

Blur / Sharpen / Smudge Tool.....................................................................................R

Clone / Pattern Stamp Tool ........................................................................................S

Type Tool (Vertical / Horizontal) .................................................................................T

Shape Tool .................................................................................................................U

Move Tool ...................................................................................................................V

Magic Wand Tool.........................................................................................................W

Switch Colors ..............................................................................................................X

History / Art History Brush Tool....................................................................................Y

Zoom Tool ...................................................................................................................Z

Hand Tool (toggle) ...............................................................................................Space

Zoom In (toggle)............................................................................................Ctrl+Space

Zoom Out (toggle) ..........................................................................................Alt+Space

Cycle Path / Direct Selection Tools .....................................................................Shift+A

Cycle Brush / Pencil / Color Replacement ...........................................................Shift+B

Cycle Eraser Tools ...............................................................................................Shift+E

Menubar (show / hide)...........................................................................................Shift+F

Toggle Gradient / Paint Bucket Tools ...................................................................Shift+G

Cycle Eyedropper / Sampler / Measure.................................................................Shift+I

Cycle Spot / Healing / Patch / Red Eye..................................................................Shift+J

Toggle Slice / Slice Select Tools............................................................................Shift+K

Cycle Lasso Tools..................................................................................................Shift+L

Toggle Rectangular / Elliptical Marquee.................................................................Shift+M

Toggle Notes / Audio Annotation Tools ..................................................................Shift+N

Cycle Dodge / Burn / Sponge Tools .......................................................................Shift+O

Toggle Pen / Freeform Pen Tools ..........................................................................Shift+P

Cycle Blur / Sharpen / Smudge Tools.....................................................................Shift+R

Toggle Clone / Pattern Stamp Tools.......................................................................Shift+S

Cycle Type Tools (Vertical / Horizontal)..................................................................Shift+T

Cycle Shape / Line Tools .......................................................................................Shift+U

Toggle History / Art History Brush ..........................................................................Shift+Y

Airbrush (Brush Tool)........................................................................................Alt+Shift+P

Actual Pixel........................................................................................................Alt+Ctrl+0

Adjust Invert...............................................................................................................Ctrl+I

Adjust Auto Level..............................................................................................Shift+Ctrl+L

Adjust Color Balance.................................................................................................Ctrl+B

Adjust Curve .............................................................................................................Ctrl+M

Adjust Desaturation ..........................................................................................Shift+Ctrl+U

Adjust Hue..................................................................................................................Ctrl+U

Adjust Level................................................................................................................Ctrl+L

Close Document........................................................................................................Ctrl+W

CMYK Preview ...........................................................................................................Ctrl+Y

Copy.............................................................. ……………………………………………Ctrl+C

Cut...............................................................................................................................Ctrl+X

De select......................................................................................................................Ctrl+D

Edit in Standard mode.........................................................................................................Q

Exit...............................................................................................................................Ctrl+Q

Fade....................................................................................................................Shift+Ctrl+F

Feather................................................................................................................Shift+Ctrl+D

Fit on screen.................................................................................................................Ctrl+0

Free Transform.............................................................................................................Ctrl+T

Gamut Warning...................................................................................................Shift+Ctrl+Y

Group with previous......................................................................................................Ctrl+G

Hide/Show Edge............................................................................................................Ctrl+*

Hide/Show path...................................................................................................Shift+Ctrl+H

Hide/Show ruler............................................................................................................Ctrl+R

Inverse..................................................................................................................Shift+Ctrl+I

Last Filter........................................................................................................................ctrl+F

Look Guides.............................................................................................................Alt+Ctrl+;

Marge Down..................................................................................................................Ctrl+E

Merge Visible.......................................................................................................Shift+Ctrl+E

New Document..............................................................................................................Ctrl+N

New Layer............................................................................................................Shift+Ctrl+N

Numeric Transform...............................................................................................Shift+Ctrl+T

Open Document.............................................................................................................Ctrl+O

Page Setup...........................................................................................................Shift+Ctrl+P

Pest................................................................................................................................Ctrl+V

past info................................................................................................................Shift+Ctrl+V

Preference.....................................................................................................................Ctrl+K

Print...............................................................................................................................Ctrll+P

save a copy document.............................................................................................Alt+Ctrl+S

Save as Document ...............................................................................................Shift+Ctrl+S

Save Document..............................................................................................................Ctrl+S

Select All.........................................................................................................................Ctrl+A

Snap to Grid............................................................................................................Shift+Ctrl+"

Snap to Guides........................................................................................................Shift+Ctrl+;

Standard screen mode...........................................................................................................F

Undo.................................................................................................................................Ctrl+Z

Ungroup...................................................................................................................Shift+Ctrl+Z

Zoom In.............................................................................................................................Ctrl+=

Zoom Out...........................................................................................................................Ctrl+-

 

 

 

Microsoft Power point shortcut

 

Command                                                         Keystroke

Bold                                                                                                         Ctrl-B

Close                                                                                                       Ctrl-W

Close                                                                                                       Ctrl-F4

Copy                                                                                                        Ctrl-C

Cut                                                                                                           Ctrl-X

Find                                                                                                          Ctrl-F

Italics                                                                                                        Ctrl-I

Menu bar                                                                                                  F10

Move to the end of the entry                                                                    End

New (slide)                                                                                               Ctrl-N

Next window                                                                                            Ctrl-F6

Open                                                                                                        Ctrl-O

Outline: Collapse                                                                                     Alt-Shift -

Outline: Demote paragraph                                                                    Alt-Shift-Right

Outline: Expand                                                                                      Alt-Shift +

Outline: Move paragraph down                                                              Alt-Shift-Dn

Outline: Move paragraph up                                                                  Alt-Shift-Up

Outline: Promote paragraph                                                                  Alt-Shift-Left

Outline: Show All Headings                                                                   Alt-Shift-A

Outline: Show heading level 1                                                               Alt-Shift-1

Paste                                                                                                     Ctrl-V

Print                                                                                                       Ctrl-P

Repeat Find                                                                                          Shift-F4

Repeat/Redo                                                                                        Ctrl-Y

Replace                                                                                                Ctrl-H

Save                                                                                                     Ctrl-S

Select all                                                                                              Ctrl-A

Slide Show: Begin the slide show                                                          F5

Slide Show: Black screen show/hide                                                      B

Slide Show: End                                                                                    Esc

Slide Show: Erase annotations                                                                E

Slide Show: Go to next hidden slide                                                        H

Slide Show: Hide pointer and button always                                        Ctrl-L

Slide Show: Hide pointer and button temporarily                                 Ctrl-H

Slide Show: Mouse pointer to arrow                                                    Ctrl-A

Slide Show: Mouse pointer to pen                                                       Ctrl-P

Slide Show: Next slide                                                                             N

Slide Show: Previous slide                                                                      P

Slide Show: Set new timings while rehearsing                                        T

Slide Show: Stop/restart automatic slide show                                        S

Slide Show: Use mouse-click to advance (rehearsing)                           M

Slide Show: Use original timings (rehearsing)                                         O

Slide Show: White screen show/hide                                                       W

Spelling and Grammar check                                                                  F7

Switch to the next presentation window                                              Ctrl-F6

Switch to the previous presentation window                                     Ctrl-Shift-F6

Turn character formatting on or off                                                         Num /

Underline                                                                                                Ctrl-U

Undo                                                                                                       Ctrl-Z

 

 

Md : Sujan

Mobile : 01676-999101 ; 01838-944464 ; 01921-717808

Website : www.bdsujanworld.blogspot.com
Pages (64)1234 Next