আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আজ অনেকদিন পর কিছু লেখার সময় পেলাম। তাই ভাবলাম আপনাদের সাথে একটা টিপস শেয়ার করে যাই
এই টিপসটি হয়ত অনেকেই জানেন বিশেষ করে যারা গ্রাফিক্স এর কাজগুলো করেন
তবুও যারা জানেননা তাদের জানানোর জন্য এলাম। প্রথমেই বলে নেয়া ভালো আমি
গ্রাফিক্স এর হাফেজ নই তাই ভুল ত্রুটি থাকলে নিজ গুণে ক্ষমা করবেন। বকবক
অনেক হল এবার চলুন মূল বিষয়ে আসি।
আমরা যারা ক্যামেরা দিয়ে ছবি তুলি তারা অনেকক্ষেত্রেই একটি সমস্যায় পরি এটি হল চোখে ফ্লাশলাইট পরার কারণে চোখ লাল দেখানো। অনেক সময় এটি আমাদের বিরক্তিকর অবস্থায়ও ফেলে দেয়। আবার অনেকে ছোটেন স্টুডিওতে ছবিটি পরিস্কার করার জন্য যা আপনার সময় এবং অর্থের অপচয় সাধন করে। কিন্তু ঘরে বসেই ফটোশপের মাধ্যমে খুব সহজেই কাজটি সম্পন্ন করা যায়। অনেকগুলো উপায়ে এই কাজটি করা যায় তবে আজ আপাতত সবচেয়ে সহজে করা যায় এমন পদ্ধতিটি আপনাদের সামনে উপস্থাপন করব। ফটোশপ সিএস২ এ রয়েছে এই কাজের জন্য নির্দিষ্ট একটি টুল এর মাধ্যমে একটি ক্লিকেই আমাদের কাজ সম্পন্ন করা সম্ভব।
১। প্রথমেই ফটোশপ সিএস২ প্রোগ্রামটি ইন্সটল করে রান করুন।
২। যে ছবিটি এডিট করতে হবে সেটি ওপেন করুন এবং বাম পাশের প্যালেট থেকে Red Eye Tool টি সিলেক্ট করুন।

৩। এখন আপনি নিচের ছবির ন্যায় একটি প্লাস সাইন দেখতে পাবেন।

৪। এই প্লাস সাইনটি নিয়ে চোখের লাল অংশের উপর রেখে একটি ক্লিক করুন। দেখবেন এর রঙ পরিবর্তন হয়ে গেছে (ছবিটি জুম করে নিয়ে তবে কাজটি করলে আরও পারফেক্ট হবে)
৫। এবার অন্য চোখের জন্য একই কাজ পুনরায় করুন।
এবার আপনি আপনার কাঙ্খিত ফল দেখতে পাবেন। নিচের ছবিটি দেখুনঃ

এভাবে খুব সহজেই আপনি চোখের অনাকাঙ্খিত লাল রঙটি দূর করতে পারেন। যাদের ফটোশপ সি এস২ নেই তারা কাজটি ফটোশপ ৭ দিয়েও করতে পারেন। তবে এখন সাধারনত সিএস২ এর ব্যবহার বেশী দেখা যায় তাই এটাই আগে দিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা সবসময়।

আমরা যারা ক্যামেরা দিয়ে ছবি তুলি তারা অনেকক্ষেত্রেই একটি সমস্যায় পরি এটি হল চোখে ফ্লাশলাইট পরার কারণে চোখ লাল দেখানো। অনেক সময় এটি আমাদের বিরক্তিকর অবস্থায়ও ফেলে দেয়। আবার অনেকে ছোটেন স্টুডিওতে ছবিটি পরিস্কার করার জন্য যা আপনার সময় এবং অর্থের অপচয় সাধন করে। কিন্তু ঘরে বসেই ফটোশপের মাধ্যমে খুব সহজেই কাজটি সম্পন্ন করা যায়। অনেকগুলো উপায়ে এই কাজটি করা যায় তবে আজ আপাতত সবচেয়ে সহজে করা যায় এমন পদ্ধতিটি আপনাদের সামনে উপস্থাপন করব। ফটোশপ সিএস২ এ রয়েছে এই কাজের জন্য নির্দিষ্ট একটি টুল এর মাধ্যমে একটি ক্লিকেই আমাদের কাজ সম্পন্ন করা সম্ভব।
১। প্রথমেই ফটোশপ সিএস২ প্রোগ্রামটি ইন্সটল করে রান করুন।
২। যে ছবিটি এডিট করতে হবে সেটি ওপেন করুন এবং বাম পাশের প্যালেট থেকে Red Eye Tool টি সিলেক্ট করুন।

৩। এখন আপনি নিচের ছবির ন্যায় একটি প্লাস সাইন দেখতে পাবেন।

৪। এই প্লাস সাইনটি নিয়ে চোখের লাল অংশের উপর রেখে একটি ক্লিক করুন। দেখবেন এর রঙ পরিবর্তন হয়ে গেছে (ছবিটি জুম করে নিয়ে তবে কাজটি করলে আরও পারফেক্ট হবে)
৫। এবার অন্য চোখের জন্য একই কাজ পুনরায় করুন।
এবার আপনি আপনার কাঙ্খিত ফল দেখতে পাবেন। নিচের ছবিটি দেখুনঃ

এভাবে খুব সহজেই আপনি চোখের অনাকাঙ্খিত লাল রঙটি দূর করতে পারেন। যাদের ফটোশপ সি এস২ নেই তারা কাজটি ফটোশপ ৭ দিয়েও করতে পারেন। তবে এখন সাধারনত সিএস২ এর ব্যবহার বেশী দেখা যায় তাই এটাই আগে দিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা সবসময়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন