সোমবার, ৮ অক্টোবর, ২০১২

Photoshop এ টেকটুইটস রেইনবো টেক্সট ইফেক্ট তৈরী করুন











Step – 1:
প্রথমে 500 × 500 পিক্সেল সাইজের ইমেজ নিন। বেকগ্রাউন কালার Black করুন।

Step – 2:
Character Layer এ Font Family = SutonnyMJ, Font Size = 25pt, Tracking = 200 সেট করুন। Horizontal Type Tool  ব্যবহার করে টেকটুইটস লিখুন।

Step – 3:
এর পর Layer > Rasterize > Type  কমাণ্ড দিন। Rectangular Marquee Tool  ব্যবহার করে Ctrl+Shift+J  প্রেস করুন। যার ফলে Layer1 নামক একটি নতুন লেয়ার তৈরী হবে।

Step – 4:
Add a layer style এ Color Overlay ক্লিক করুন।

Step – 5:
Bland Mode এর কালার এ ক্লিক করুন। কালর #800cb6  সেট করুন।

Step – 6:
ঠিক Step – 3, 4, 5 এর মত করে তে (# 074d9d) কালার, তে (# 0496b7) কালার, টু তে (# 00992b) কালার, তে (# 8c9f09) কালার,  তে (# a55405) কালার, তে (# 9f0929) কালার সেট করুন।মনে রাখবেন যত বার Rectangular Marquee Tool  ব্যবহার করে Ctrl+Shift+J  প্রেস করবেন প্রতি বারই মূল ( টেকটুইটস ) লেয়ারে সিলেক্ট থাকতে হবে। নিচের ইমেজ এর মত তৈরী করুন।

Step – 7:
সকল লেয়ার গুলোকে merge (Ctrl+E ) করুন। একবার Ctrl+J প্রেস করুন ।মূল ( টেকটুইটস )  লেয়ারে সিলেক্ট করে Filter > Blur > Motion Blur  কমাণ্ড দিন। Angle = -90, Distance = 100  সেট করে OK ক্লিক করুন।

Step – 8:
উপরের ( টেকটুইটস Copy ) লেয়ার সিলেক্ট করুন। Select > Load Selection কমাণ্ড দিন।  এখন  Rectangular Marquee Tool সিলেক্ট করুন। এবার  Alt button ধরে লিখাকে হাফ সিলেক্ট করুন।

Step – 9: গ্রেডিয়েন্ট টুল থেকে সাদা রং দিয়ে নির্বাচিত এলাকায় পূরণ করুন।

Step – 10:
কষ্ট কইরা Ctrl+D প্রেস করুন। আবার Character Layer এ Font Family = SutonnyMJ, Font Size = 10pt, Tracking = 25 সেট করুন এবং Horizontal Type Tool  দিয়ে “প্রযুক্তি কিটচর মিচির” লিখাটি লিখুন। Note: Ctrl+T ব্যবহার করে নিচের ইমেজের মত তৈরী করতে পারেন।

Step – 11:
Add a layer style এ Gradient Overlay ক্লিক করুন। Gradient  = Spectrum, Angle = 0 সেট করুন।

Step – 12:
পর্যায় ক্রমে #800cb6, #074d9d#0496b7#00992b#8c9f09#a55405 এবং #9f0929 সেট করুন।Ok এবং ok ক্রিক করুন।

Step – 13: আশাকরী এখন এই অনেক কাক্ষিত টেকটুইটস রেনবো টেক্সট ইফেক্ট তৈরী হবে ।

নিজে চেষ্টা করুনতো একানা (একটু )



কোন মন্তব্য নেই:

Pages (64)1234 Next