বুধবার, ১০ অক্টোবর, ২০১২

আপনার পিসির লগ ইন পাসওয়ার্ড কেউ জানলেও তা পরিবর্তন করতে পারবেনা।

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই আশা করি ভালই আছেন।আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজ আমি হাজির হয়েছি ছোট্ট একটি কম্পিউটার টিপস নিয়ে। কেউ যদি আপনার কম্পিউটারের লগ ইন পাসওয়ার্ড জেনেও ফেলে তারপর ও সে আপনার জেনে যাওয়া পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেনা ।এটা খুব সহজ বিষয় কোন সফটওয়্যার লাগবেনা শুধু নিচের পদক্ষেপ গুলো অনুসর্ন করুন
my computer>manage>Local users and group>users>double click আপনার কম্পিউটার একাউন্ট >user cannot chang password বক্সটি চেক করে দিন।ব্যাস আপনার কাজ শেষ ।ট্রাই করে দেখুন আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন কিনা।পাসওয়ার্ড পরিবর্তন করতে শুধু my computer>manage>Local users and group>users>double click আপনার কম্পিউটার একাউন্ট >user cannot chang password বক্সটি আনচেক করে দিন।

কোন মন্তব্য নেই:

Pages (64)1234 Next